বৈপরীত্য
বৈপরীত্য
তোমার বিষাক্ততায় আমি আসক্ত হয়েছি
তোমার তিক্ততায় আমি মিষ্টি স্বাদ পেয়েছি
তোমার ঘৃণায় আমি ভালোবাসা খুঁজে পেয়েছি
তোমার অস্পর্শে বারবার হৃদস্পন্দন পেয়েছি
জানি তুমি আমার খুবই বিপরীত
তবে এই বৈপরীত্যেরই প্রেমে পড়েছি
এটাও জানি যে ধ্বংসাত্মক হয় বৈপরীত্যের মিলন
তবে জেনে রেখ ধ্বংসাবশেষ হয়েও প্রেম নিবেদন করব সর্বক্ষণ।।

