বিকৃত শিল্প
বিকৃত শিল্প
শেষের লাইনটা ভেবে বসে আছি
নীল কাগজটা ঠিক যেন একোয়ামেরিন
যেখানে চিন্তারা সব মেঘের কোলাজ
আকাশের মেঘের সাথে পার্থক্য শুধু এটুকুই
যে তারা চারকোণা জগতের বাইরে যেতে অভ্যস্ত নয়
আর সেখানে অদ্ভুত শিল্পের সৃষ্টি
সেটা দেখছে এক বিকৃত মগজ
তবুও অন্যদের কাছে পুরো শিল্পটা শুধুই খালি কাগজ।
