অন্ধকার
অন্ধকার
অন্ধকারে জন্ম নেওয়া উপাঙ্গহীন পোকাটা
ধাপে ধাপে মারাও যাচ্ছে অন্ধকারে
ধীরগতির মৃত্যু তাকে আবার নিজেকে চিনিয়ে দিচ্ছে
তার সঙ্গীও কী এখন মারা যাচ্ছে?
যার জন্ম হয়েছিল শুধুমাত্র তার সাথে থাকার জন্য
নাকি সে বেঁচে থাকার লোভে ঝাপিয়ে পড়েছে আলোতে
অন্ধকারেই একটা প্রাণের শুরু ও জীবনাবসান প্রাপ্তি
হায়, অন্ধকারই তো সব সৌন্দর্য্যের জন্মদাত্রী।।
