STORYMIRROR

Atrayee Sarkar

Abstract Inspirational

3  

Atrayee Sarkar

Abstract Inspirational

বাঙালির পণ

বাঙালির পণ

1 min
232

বাংলার জল, বাংলার হাওয়া

   বাংলা  দেশের মাটি

বাংলা মোদের জন্মভূমি

 বাংলা ভাষাই খাঁটি

বাংলার বুকে জমেছে আজ

     হতাশার হাহাকার

তাই তো আমরা পণ করেছি

   দূরিব অন্ধকার

পথের ধারে সারমেয় সম

    মানুষ বাঁচিছে আজ

পণ করিয়া রক্ষিতে তাদের

    শুরু করব কাজ 

সোনার বাংলা গড়ব মোরা

  মানব না আর ভেদাভেদ

সেই বাংলায় থাকব সুখে

ধনী বা গরিব থাকবে না  ।


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Abstract