STORYMIRROR

Rusha Roy

Romance

4  

Rusha Roy

Romance

বাঁচবো তাই

বাঁচবো তাই

1 min
389

যদি এমন হতো-

ভালোবেসে আমি আজ ক্লান্ত,

এলিয়ে পড়তাম তোমার কোলে।


যদি এমন হতো-

ভালো রাখতে রাখতে আমি আজ অবসন্ন,

এলিয়ে পড়তাম তোমারই কোলে।


যদি এমন হতো-

উরণচন্ডী আমি আজও তারায় তারায় তোমায় খুঁজি,

এলিয়েই পড়তাম তোমার কোলে।


অবাক করা জীবন আজও

নীরবতায় তোমায় খোঁজে।


অনিশ্চিত জীবন আজও

মুখ থুবড়ে ডুকরে কাঁদে।


ভালো লাগা কি এমনই তবে?

ভালোবাসা কি তেমনই সঠিক? 


কাঁদবো বলেই হাত বাড়িয়ে

মুহুর্তদের বাঁচিয়ে রাখি।


থাক তবে তাই এবড়ো খেবড়ো

রঙের মেলায় সাদা কালো।


পাশে থাকুক দিনযাপনের

দিনবদলের রঙীন আলো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance