STORYMIRROR

Rusha Roy

Abstract Romance Others

3  

Rusha Roy

Abstract Romance Others

ওপারে

ওপারে

1 min
213


শহরে বৃষ্টি নামছে আজ

ক্লান্তি কাটানো অবসন্ন বিকেল


কফির ধোঁয়া ওঠা কাপে সবে মাত্র ঠোঁট ছুঁইয়েছি।

পিছন থেকে হঠাৎ কড়া নাড়ার আওয়াজ।

চমকে উঠে সম্বিৎ ফিরলো।


আরে তুমি যে?

এখানে এই শহরে?

কবে এলে?


জাপটে ধরতে এগিয়ে যাচ্ছি আমি।

আগলে রাখতে হাতের টানে।

চাইছি চিৎকার করে কাঁদতে।

কষ্ট হচ্ছে।



আসলে তোমার হয়েছিল ডেঙ্গু 

আর আমার?

সেই বদভ্যাস....

তোমাকে না পেয়ে মৃত্য।



পৃথিবীর ওপারে সংসার টা আমাদের মন্দ নয়। 

ফিকে সাদা কালোর মাঝে 

দিন কাটছে দুটো সদ্য হারিয়ে যাওয়া স্মৃতির।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract