বাইশ সাল
বাইশ সাল
বিশ সাল নিয়ে এনেছিল বিষ
মনে হয়েছিল হয়ে যাব শেষ
জীবনের সময় শেষ
একুশ সালে এসে যেন মনে হল আমি হয়ে গেছি একা
আমার পাশে নেই কেউ
যাকে বলব আমার মনের কথা
মনে হল এসেছি একা যাবও একা
মিথ্যা কামনা করলে হয়়ে যাব বোকা।
বাইশ সালে ইলিশ খাব না বালিশে শুয়ে থাকব
আমাদের কাছে তা আজও অজানা
ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি
সবাইকে রেখ
তুমি খুশি।।