STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

অস্তিত্বের খোঁজে

অস্তিত্বের খোঁজে

1 min
241


দেখিনি আমি তাদের কোনদিনও! 

কিন্তু স্বপ্নে তাদের অবাধ যাতায়াত,

তাদের অনুভূতি হয় স্পষ্ট,

যত বাড়তে থাকে রাত।

তাদের কথা ভাবলেই ধড় থেকে

যেন বেড়িয়ে আসে প্রান,

ভয়ে শরীর ওঠে কেঁপে কেঁপে,

মস্তিষ্ক জপতে শুরু করে দেয় রাম নাম।

যদি বাড়ে মনের কোনে

একটু খানি সাহস!

কিন্তু পিছন ফিরলেই মনে হয়,

তারা যেন ছায়াসঙ্গী হয়ে জড়িয়ে 

আছে আমার সাথে, মনে তাদের 

গভীর আক্রোশ। 

এই বুঝি দেবে ঘাড়টা মটকে,

আগুনের গোলার মত জ্বলছে 

তাদের চোখ,

রতের অন্ধকারেই তাদের রাজত্ব, 

লম্বা লম্বা ধাঁরালো ছুঁড়ির মত 

তাদের নখ।

বিকট তাদের হাসির শব্দ,

শুনলে ভয়ে কেঁপে ওঠে বুক,

লিক লিকে হাড় দিয়ে গড়া 

তাদের শরীর, সঠিক ভাবে দেখা 

যায়না কখনও তাদের মুখ।

কথা কি তারা আদৌও বলে!

তাদের ভাষা কি হয় অন‍‍্য!

তদের কি আছে কোনো ভিন্ন জগত!

যেখানে সবাই হয় এই রকম 

ভয়ংকর ও বন‍্য!

অদেখার দেখা পাওয়ার জন‍্য 

অনুসন্ধান করে মরি,

রাতের অন্ধকারে পেঁচার মত 

সজাগ রাখি দৃষ্টি,

তাদের অস্তিত্ব অদৌও কি আছে 

এই জগতে? 

নাকি সবই আমার কল্পনার সৃষ্টি ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract