STORYMIRROR

Koustav Halder

Abstract Romance Others

3  

Koustav Halder

Abstract Romance Others

অরণ্য ও তার প্রাচীন প্রবাদ

অরণ্য ও তার প্রাচীন প্রবাদ

1 min
176

এত ধুলো জানালা খুলে শুয়েছিল বুঝি

লজ্জা কী? শরীর ঢাকতে ছায়াদের বোলো

বরফের প্রজাপতি বসে থাকে একপাশে

এখন কি চাওয়া যেতে পারে‌ তার গুপ্তধনও?


আচ্ছা কতদিন হাঁটতে হয় এসব হলে, চিত্রা

শস্যের মতো! না আকাশ ছোঁয়ার সংস্করণ

আর যদি নিঝুমে দাঁড়ায় কাঙালের মতো

সংসার ফেলে আসবে? আসবে কি হে শমন? 


মাটি কমড়ে পড়ে থাকার কথা ছিল?

বাড়ি ফিরে যেতাম কোনো ইস্পাত সন্ধ্যায়

স্নান সেড়ে সব হিসেব মিলিয়ে দেখতাম

ঋণ নেই। শুধু অপচয়। অপচয় ভালোবাসায়।


তারপর অভিযোগ। পুড়ে যাক। পুড়ে যাক সে

ছুটে চলে যাবে থামের আড়ালে। দূরত্বের অনুবাদ

অন্যপাশে দাঁড়িয়ে ও কে? হতে স্লিপিং পিল

          এই বুঝি অরণ্য ও তার প্রাচীন প্রবাদ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract