STORYMIRROR

Paramita Basak

Fantasy

1  

Paramita Basak

Fantasy

অঙ্গীকার এর দিন

অঙ্গীকার এর দিন

1 min
353

‌সকাল থেকে বসে আছি

 মুখ টি করে ভার ,

 দিনটা  বোধ হয় চলেই যাবে

বলা হবে না আর।

বহুদিনের প্রতীক্ষা কি

এমন ভাবেই রবে ,

মনের মানুষ মনের কথা

জানতে কি আর পাবে।

ভালোবাসার কথা বলা

সত্যি খুব ই কঠিন ,

বলবো বলবো করে

আমার কাটছে কেবল দিন।

আজকে নাকি ভালোবাসা

প্রকাশ করার দিন ,

ভাবছি মনে বলেই ফেলি

মনের ভাষা অন্তহীন।

সকল থেকেই চেষ্টা এটা

কঠিন প্রচেষ্টা ,

সফল আমায় হতেই হবে

যাই হোক না শেষটা।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Fantasy