অধরা
অধরা


রাতের স্বপ্ন ঝেড়ে ফেলে দিয়ে
দিন শুরু হয় রোজ।
আবার প্রথম থেকে শুরু হয়
দিবা স্বপ্নের খোঁজ।
নতুন আশা, পুরোনো হতাশা,
শুধু আরেকটি সুযোগ।
স্বপ্ন সত্যি করার লড়াই এ,
আবছা পুরোনো রোগ।
সারাদিন এর কুড়োনো ক্লান্তি,
অপমান আর হাঁসি,
আশঙ্কা, ভয়, ক্ষনিকের সুখ,
প্রত্যাশা রাশি রাশি,
সব নিয়ে ধরা ফেরার রাস্তা,
ব্যস্ত দিন এর শেষে,
নিয়ন আলো পার করে রাত
Social media তে মেশে।
পরিশ্রান্ত দেহ যখন
নরম বিছানা ছোঁয়,
ঘুমের চাদর আলতো করে
চোখের চুমু কুড়োয়
রাতের স্বপ্ন বিদ্রুপ করে
দিবা স্বপ্ন কে বলে,
খুব যে হাসিস সকাল যখন
আমাকে ঝেড়ে ফেলে,
আমি তো আসি রোজ রাত্রেই,
রোজ নতুন সাজে,
লুকোনো ইচ্ছে, ভয়, দুঃখ,
হারানো অতিতের কোলাজে।
তুই তো থাকিস যোজন দূরে,
তোর মেলে না দেখা,
সত্যি কি তুই স্বপ্ন?
নাকি আসলে মরীচিকা?