STORYMIRROR

Suramita Chakraborty

Abstract Fantasy

3  

Suramita Chakraborty

Abstract Fantasy

~ফেরা~

~ফেরা~

1 min
16.7K


কি ভাবিস, এই ভাবে আঘাত করতে করতে

পাহাড়ের কিনারায় নিয়ে যাবি আমায়?

যেখানে দাঁড়িয়ে রোদ মাখা বৃষ্টিতে ভেজা রামধনুর স্বপ্ন দেখব,

আর অগোচরে হিসেব রাখব গভীর খাদে তলিয়ে যাওয়ার আগের প্রতিটা পদক্ষেপ এর।


কি ভাবিস, চাবুকের আঘাত মুছে দেবে সব সবুজের ছোঁয়া?

ভালোবাসার চাদরে ঢাকা থাকবে আঘাতের চিহ্ন?

আর আদরের ভিতের ওপর, বিশ্বাস এর সিঁড়ি বেয়ে তুই পৌঁছে যাবি সবপেয়েছির দেশে,

যেখানে পৌঁছবে বলে দিন গোনে আর বেঁচে থাকে সর্বহারার দল?


কি ভাবিস, তুই জিতে গেছিস? শহরের রঙিন সার্কাসের মঞ্চে দাঁড়িয়ে, বুদ্ধি আর তুলনার খেলা দেখিয়ে?

তোর খেলা দেখে শিশুর মত হাত তালি দিতে দিতে ভাঙতে থাকি আমি,

আর আমার নির্বোধ হাসির ছোঁয়া পেয়ে তুই আবার শুরু করিস তোর খেলা।


তোর সব ভাবনা ভুল, সব রুপকথার গল্প অসমাপ্ত।

হেরে যাবি তুই, যেদিন মিলিয়ে যাবে আমার সব চাবুকের দাগ।

তখন আমি পৌঁছে যাব তেপান্তরের মাঠে, অচীন পাখির দেশে।

আর ঝর্ণার শব্দে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসবে তোর ডাক।


Rate this content
Log in

More bengali poem from Suramita Chakraborty

Similar bengali poem from Abstract