অবিজ্জা - ড. রীতা দে
অবিজ্জা - ড. রীতা দে


প্রকৃতির জগতে
কিছু প্রাণী রাতে দেখতে পায় তো
দিনে পায় না
আবার কিছু প্রাণী
দিনে দেখতে পায় তো
রাতে পায় না
মানুষই একমাত্র
দিনে-রাতে তথাকথিত ভাবে দেখতে পায়
অথচ দেখ
অবিজ্জা
তাদের কেমন অন্ধ করে রেখেছে
দিনে আর রাতেও ।