আশাবাদী
আশাবাদী
1 min
533
হতাশা নয়, থাকিস ভালো
আগামী দিন কাটবে ভালো।
দুঃখের নিশি কেটে গিয়ে
ফুটবে ভোরের কোমল আলো।
আয়রে সখা প্রাণের মাঝে
শরীরটাকে রেখে দূরে।
দুঃখের দিনেও একটুখানি
বাঁচার স্বপ্নে গাইবো সুরে।