STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Classics Inspirational

4  

SUBHAM MONDAL

Abstract Classics Inspirational

আসছে বছর আবার হবে

আসছে বছর আবার হবে

1 min
226

আজ দশমির সন্ধেবেলায়,

দুর্গা যাবে চলে।

কালকে সবাই তাড়া দেবে।

পড়তে বসাে বলে।

দুর্গা যাওয়ার দুঃখ,

সাথে অ্যানুয়ালের ভয়।

তাই তাে আজ সিঁদুর খেলা

জমবে না বােধ হয়।

তবু সাঁঝের এই বেলাতে,

বিসর্জনের গান।

দুঃখ মাঝে সুখ মিশায়ে ভরিয়ে দেবে প্রাণ।

কেউ যদি বা প্রশ্ন করে দুর্গা আবার আসবে কবে

ঢাকের আওয়াজ বলবে তখন

আসছে বছর আবার হবে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract