আপোষ
আপোষ

1 min

292
প্রিয় ডাইরি ,
আপোষ বিহীন জীবনধারা
সহজ তো নয় পাওয়া,
জীবন পথে লেগেই আছে
নিয়ম এর আসা যাওয়া।
শক্ত হাতে হাল টি ধরা
নাই বা হলো শ্রেয় পাওয়া,
চেষ্টা থাকুক প্রতি ক্ষনে
শ্রেষ্ঠ টাকে চাওয়া।