আনন্দ
আনন্দ


নদী আকাশ সকল বাতাস আমার মনে বাজুক।
নতুন করে পৃথিবী আবার নতুন রঙে সাজুক।
অনেক নেই এর মাঝেও আছে একটুখানি পাওয়া।
সেটুকু স্বাদেই মাতাল হয়ে পাগল বনে যাওয়া।
আমি আছি, তুমি আছো, আমরা আছি আজও।
এমনি করেই গাইবো গান - নতুন সাজে সাজো।
দেখবে সবাই, ভাববে বসে, 'দুঃখ গেল কোথায় ?'
আমরা নাচব স্বচ্ছ রঙে উদ্দামতার ধারায়।