আমরা করবো জয়
আমরা করবো জয়
স্মৃতির পাতায় যে মেঘে ছিল
জমে থাকা যত কালো,
বৃষ্টি ফোঁটায় শীতল ছোঁয়ায়
দেখেছি নতুন আলো।
ঝড় বৃষ্টির প্রবল শ্রোতে
ভাসবে আবর্জনা,
দুহাতে সরাবো যত জঞ্জাল
বুকে আছে যত ঘৃনা।
শপথ আমার ভাঙাবো পাহাড়
অধিকার নেব কেড়ে,
শেকল ভাঙা গানের ভেলায়
ভেসে যাবো বহু দূরে।
ধনী-দরিদ্র মানুষ তো এক
প্রাচীরেই ব্যবধান,
পরস্পরে ভাঙবো প্রাচীর
শুরু হোক অভিযান।
আমাদের হাতে উদিত হোক
নতুন সূর্যোদয়,
এদেশ আমার এদেশ তোমার
আমরা করবো জয়।
