STORYMIRROR

Md Nazmus Sakib

Abstract

4  

Md Nazmus Sakib

Abstract

আকুতি

আকুতি

1 min
397

মন যে আমার ব্যাকুল হায়

পাগল যেতে সোনার মাদিনা

নবীর কদমে দিব সালাম,

হৃদয়ের বাসনা।

নবী আমার আছেন শুয়ে

ঘুমান মদিনায়,

উম্মতের মাফের লাগি

কেঁদে বুক ভাসায়।

ওহুদে নাবী দিলেন দা”ম(রক্ত)

বাচাতে দ্বীন ইসলাম,

সেই নবীর মুহাব্বাতে

করি মোরা মিলাদ-কিয়াম।

নবী আমার গেলেন

আরশ আ’লাতে, বান্দার

সালাম দিলেন মাবুদ,

নবীজির হাতে।

যদি ভাই কর তুমি কোন ভুল,

যাও তুমি দরবারে

নবীর, ক্ষমাতে মশগুল।

পাও যদি সুপারিশ তব নবীর

দরবারে মা’বুদের।

পাহাড় সম ঘুনাহ হবে মাফ,

আসবে জোয়ার, পূন্যের।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract