STORYMIRROR

Md Nazmus Sakib

Romance Fantasy

4  

Md Nazmus Sakib

Romance Fantasy

প্রেয়সী

প্রেয়সী

1 min
445

ওগো! তোমার স্নিগ্ধ রূপে আমি মুগ্ধ,

তোমার ভালোবাসার পরশে আমি ধন্য।

তুমি যে আছ কোথায়?

খুঁজে ফিরি তোমায় নিরালায়।

তোমার ভিতর এ গুন করি কামনা,

তোমার পরশে, এ-মন, ঘুচবে যাতনা।

আছ তুমি মোর স্মৃতীর আধারে,

বারে বারে খুঁজে ফিরি তোমারে।

আবিদা তুমি, তুমি তো জামিলা

মহান রবের কুদরতে আছ তুমি হাফিজা।

মেধাবী বুদ্ধিমতী তোমার এ গুণ,

মিলে মিশে চলবে তুমি ঝরবে না খুন।

তোমার মেধার পরশে লোহা হয় পানি,

হিংসা কলহ নেই, এক অপূর্ব পরী।

তোমার গুনগান সাধ্যযে কার

তোমার তুলনা শুধু যে তোমার।

কাজ কর্মে তুমি বড়ই পটু

সাজাবে এ সংসার, হারাবে ঝটু।

তব ছদ মায়ার খাজানা,

বেজেছে হৃদ দাবানা।

রান্না তে তুমি সবার সেরাজন,

খেতে রান্না হাতে তোমার

কাদে এমন বিলক্ষণ,

কোন কাজ তুমি নাইবা করো,

তোমার হাতের রান্না ছাড়া চলবে নাকো।

নবী নন্দীনির আদর্শে তুমি আদর্শবান

পেয়ে তোমায় আমি হবো ভাগ্যবান,

জীবনের অর্ধেক তুমি করবে পূর্ণ

তোমারি তরে যাতনা হবে ভগ্ন।

মা হিসাবেও তুমি আদর্শবান

ছিলেন যেমন আছিয়া-মারিয়াম,

স্নেহের বাধনে বাধবে এ-ঘর

পালাবে প্রলয়, অশান্তির ধড়।

পরিশেষে তোমার জন্য কামনা

নিরাপদে রাখো তারে, ওহে প্রভু রব্বানা। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance