STORYMIRROR

Adithi Banerjee Tarafdar

Abstract Romance Tragedy

2  

Adithi Banerjee Tarafdar

Abstract Romance Tragedy

আমি তোর কেউ নই

আমি তোর কেউ নই

1 min
96

দূরে যাবি, যা

কিন্ত পারলি কোথায় 

সেই তো ফিরে আসলি আবার 

আমার দরজায় ।

এখনও খোলা আছে আমার সেই দরজা

শুধু তোর জন্যে


আমায় চিনলি কোথায় ?

ভালবাসলি কোথায় ?

চলে যাস বার বার আমায় ফেলে

সেইতো আবার ফিরে আসিস আমার দরজা য়।


কেন, কে তোর আমি?

বলনা, কে আমি?

কি সম্পর্ক, তোর আর আমার মধ্যে ?

বারে বারে ফিরে আসিস কেন 

আমি তো ডাকিনি তোকে ?

ধরে রাখিস কেন আমায় সবসময় 

তোর মনের গভীরে, কেন আমি তোর কে?


কেন রাত যা গিস আমার কথা ভেবে

কিন্ত আমায় কিছু বলিস না তো?

যা না, চলে  যা , চিরকালের মতো 

দে আমায় রেহাই 

ভুলে যা বো আমিও তোকে চোখের জলে

পারবো না আমিমনে রাখতে তোকে

এই অদ্ভুত সম্পর্ক টেনে বেড়াতে 

এই আশা যা বার খেলা বারে বারে খেলতে ।


যা না, যা এবার, দে আমায় রেহাই 

ভালোবাসবোনা তোকে আমি আর কোন দিন 

যা এবার যা চলে  

তাকাশনা ফিরে আর 


আমি তোর কেউ নই। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract