আমার তীর্থ
আমার তীর্থ
একটি দুপুর তোর ও আমার রোদ কুড়াবো আয়
অরুণ যখন ভীষণ তরুণ, তুই গামছা ভেজা গায়
একটি বিকেল নদীর পাড়ে আঁচলে চোর কাঁটা
তোর হাসিতে জোয়ার আসে কাঁদলে আসে ভাটা
একটি সন্ধ্যে তোর বুকেতে মাথা রেখেই সুখ
বোন ফায়ার আর বাউল গানে দেখেছি তোর মুখ
একটি রাতে গাছ বাড়িতে ঝর্না ধারায় ভিজে
আমার সকল তীর্থ ভ্রমণ তোর গঙ্গত্রির নিচে।

