আলোর উৎসব
আলোর উৎসব
শোনো শোনো ও সবাই,
দীপাবলী আলোর উৎসব,
আওয়াজের নয়।
যে করবে শব্দ-ধোঁয়া,
যে ফাটাবে বাজি,
অন্যের কথা মনে,
রেখেই কর তাই।।
শোনো শোনো ও সবাই,
দীপাবলী আলোর উৎসব,
আওয়াজের নয়।
যে করবে শব্দ-ধোঁয়া,
যে ফাটাবে বাজি,
অন্যের কথা মনে,
রেখেই কর তাই।।