আলোর সন্ধানে
আলোর সন্ধানে


ছুটে চলেছি দিগবিদিক জ্ঞানশূন্য গভীর অরণ্যে,
চারিদিকে রণিত হচ্ছে কর্ণবিদীর্ণ নিশির ডাক।
অমাবস্যার কালীমূর্তি সুসজ্জিতা স্বর্গের রাজকন্যে,
আলোর সন্ধানে মুড়িয়ে যাচ্ছে গল্পের নটে শাক।
হাতড়ে চলেছি পাথরবদ্ধ কন্ধকাটার অন্ধকূপ গুহা,
রাস্তা নেই ভরসা নেই একাকী শুধু অমঙ্গলের হাত।
বারো ভূতের আগ্রাসনে ধুঁকছে আমার শুষ্ক মেলুহা,
একলা আমি তীরবিদ্ধ, হায়নার দল করছে কিস্তিমাত।
দু'হাত বাড়াই অন্ধকারে,শূন্যে, আরো শূন্য ব্রহ্মাণ্ডে,
কোথায় শুরু কোথায় শেষ ঈশ্বরকণা ঘুরপাক খেয়ে মরে।
আকাশগঙ্গা গ্রহ তারকা সদা ব্যস্ত বিপুল কর্মকাণ্ডে,
আমি নগণ্য, অণু পরমাণু, অস্মিতা চাপা পড়েছে নিঃসাড়ে।
আলো কোথায়, ফোটন কণা হারিয়ে যাচ্ছে পথভ্রষ্ট হয়ে,
মেঘ গর্জায়, বিদ্যুৎটাকে ভাবছি একফালি চাঁদের আলো।
অন্ধ মিছিলে চলেছি হেঁটে, অন্ধকারে চোখ গিয়েছে সয়ে,
আমার আকাশ মহাশূন্য, দিনে রাতে সর্বদা মিশকালো।