কলম ধরেছি...
কলম ধরেছি...


কলম ধরেছি আমি, মানবতার ঘাড়ে নিঃশ্বাস।
আকাশ কেঁপে ওঠে ঘোলাটে মেঘের শমনে।
বরফের চাঁই ভাঙা পাইনের সূঁচাল পাতায়
আগুন জ্বলে গোলা বারুদের অনুরণনে।
কলম ধরেছি আমি, মিথ্যে যুদ্ধ যুদ্ধ খেলা।
হিংসার প্রতিধ্বনি রণিত হয় তুষারঝড়ে।
বিশ্বযুদ্ধ মৃত্যুদূতের পোশাকি নাম।
হাঁটু মুড়ে জীবন ভিক্ষা চায় সকাতরে।
কলম ধরেছি আমি, মানুষের রক্ত বিপন্ন।
বাসনা লোভের জাল বিস্তার করেছে বেশ তো।
তোমার মাটি যদি হয় খোদার জান্নাত।
আমার ভূমি তবে আল্লাহ-কৃষ্ণর বেহেস্ত।
কলম ধরবো আমি, যখন ত্যুসোর মোম গলবে।
প্যাপিরাসে খোদাই আনুবিসের মমির উপকরণ
মুছে যাবে। ধসে যাবে গির্জা-মন্দির-মসজিদ।
প্রকৃতি শরীর থেকে মনুষ্যত্ব করবে নিঃসরণ।