আলোর পথ
আলোর পথ
অন্ধকারের মধ্যেই দেখতে পাই ছায়া
অন্ধকার থেকে যদি আলোয় ফিরে আসি
তাহলে আর আসে না ছায়া
অন্ধকার থেকে আলোয় ফেরা বরোই কঠিন
তাই ছায়ার থেকে একদম দূরে সরে যাওয়া
একেবারেই অসম্ভব
তবে যাওয়া যায়
যদি অমৃত পথে চলি
সে পথ দেখিয়ে দিতে পারে
একমাত্র কথামৃত
যে কথার মাধ্যমে বেরিয়ে আসে অমৃত
সেটাই কথামৃত
চোখটা খুলে দিয়ে দেখিয়ে দেয়
কোনটা ঠিক আর কোনটা বেঠিক
কোন পথ দিয়ে যাওয়া উচিত
আর কোন পথ দিয়ে নয়।
এ মানা বরোই কঠিন
যে আমি বলেও কিছু হয়না
কেউ ই মানবেনা
যদি আমি চোখ খুলে তাকাই
তাহলেই আমি দেখতে পাব
যতদিন আমি বেঁচে থাকবো
ততদিন বলে যাব আমি কে
যেদিন আমি চলে যাবো
সেদিন আর বলতে পারবেনা
আমি কে
