STORYMIRROR

Atrayee Sarkar

Abstract Inspirational

3  

Atrayee Sarkar

Abstract Inspirational

আলোর পথ

আলোর পথ

1 min
185

অন্ধকারের মধ্যেই দেখতে পাই ছায়া

অন্ধকার থেকে যদি আলোয় ফিরে আসি

তাহলে আর আসে না ছায়া

অন্ধকার থেকে আলোয় ফেরা বরোই কঠিন

তাই ছায়ার থেকে একদম দূরে সরে যাওয়া

একেবারেই অসম্ভব

তবে যাওয়া যায়

যদি অমৃত পথে চলি

সে পথ দেখিয়ে দিতে পারে

একমাত্র কথামৃত

যে কথার মাধ্যমে বেরিয়ে আসে অমৃত

সেটাই কথামৃত

চোখটা খুলে দিয়ে দেখিয়ে দেয়

কোনটা ঠিক আর কোনটা বেঠিক

কোন পথ দিয়ে যাওয়া উচিত

আর কোন পথ দিয়ে নয়।

এ মানা বরোই কঠিন

যে আমি বলেও কিছু হয়না

কেউ ই মানবেনা

যদি আমি চোখ খুলে তাকাই

তাহলেই আমি দেখতে পাব

যতদিন আমি বেঁচে থাকবো

ততদিন বলে যাব আমি কে

যেদিন আমি চলে যাবো

সেদিন আর বলতে পারবেনা

আমি কে



Rate this content
Log in

Similar bengali poem from Abstract