STORYMIRROR

KANTA RAJAK

Romance

4.5  

KANTA RAJAK

Romance

আগমনী (শরৎকাল)

আগমনী (শরৎকাল)

1 min
583


ঘাসের আগায় শিশির ঝড়ে,শিউলি ফোটে গাছে ।আগমনীর গান যে তাই বছর ঘুরে আসে ।রাশি রাশি কাশফুলও আজ করছে দুলে খেলা ।শিউলির গন্ধে মেঘ বুঝি তাই ভীড় করেছে মেলা ।সাদা মেঘের আগমনে মা উঠবেন সেজে ।চারিদিকে কত ঢাক-ঢোল আর শঙ্খধ্বনি উঠবে যেন বেজে ।

নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ুই উঠবে বাড়ি মেতে ।সারাবছরের প্রতীক্ষার দিন, শেষ বুঝি আজ হবে ।দশমীর ঢাকেতে মা যে যাবেন ঘরে ফিরে ।

চোখেতে জল,মুখেতে হাসি প্রতীক্ষায় দিন গোনে ।

করজোড়ে মা করছি সবাই তোমায় আবেদন ।

আগমনীর গানেতে যেন মা মাতে আবার এ ভুবন ।


Rate this content
Log in