আবার নতুন করে
আবার নতুন করে
চলোনা আবার নতুন করে শুরু করা যাক,
যা হারিয়ে গেছে তাতো, জীবন তরীর বাক।
আবার নতুন করে হবে
আমাদের স্বপ্ন বোনা,
মেরুর দুই প্রান্তে যেমন
নীল চাদরের কোনা।
মায়ারাশী ভরা ঢাকা আর রুপসী ঐ আকাশ,
সাক্ষী আবার নতুন করে বাঁচার অবকাশ।
বিরামহীন আর অন্তহীন ঐ বিলাশ বহুল
চক্র,
পারবে না আর ভেংগে দিতে, চুরমার করে
বক্র।
রুদ্ধশ্বাসে চলে ফিরে করেছি দিন নিপাত,
আবার নতুন করে তবে হাতে রাখো হাত।
