STORYMIRROR

Kalipado Mandal

Romance Inspirational

3  

Kalipado Mandal

Romance Inspirational

আবার ঘুরে এলাম

আবার ঘুরে এলাম

1 min
162


আট বছর পর আবার ঘুরে এলাম -

সেই মুহূর্তগুলো আরেকবার পাওয়ার চেষ্টা,

পরিবর্তনের ছাপ পড়েছে কিছুটা

সেই মসৃণ পাকা রাস্তাটা এবার এবড়োখেবড়ো,

পথের ধারে সেই বড় গাছটার পরিবর্তে

দুটি ছোট আম গাছ আর দুটো তিনটে নতুন বাড়ি,

পরিচিত গন্ধের মাঝে কিছুটা অপরিচিত গন্ধ,

কিন্তু সেই গাছ গুলো আজও দারিয়ে আছে

       মাথা তুলে একিভাবে;

    মনে পরে সেই আবেগ ঘন দিনটা-

জীবনের প্রথম প্রেম, প্রথম আলাপ আমাদের

তারপর কেটে

ছে অনেক দিন,

তোমার আমার সম্পর্কের মত গাছ গুলোও

এরই মধ্যে বহুবার বাকল পাল্টেছে ;

সেই গাছটাও কিছুটা পরিনত হয়েছে!

গাছের মধ্যে লেখা নাম দুটি

       প্রায় শেষ হয়ে এসেছে ;

    বহু স্মৃতি বিজরীত এই গাছ-

আমার আলিঙ্গনে লতার মত তুমি নুইয়ে পরেছিলেএই গাছেই


আলতো হাতে গাছটাকে ছুইয়ে দিয়ে

হাতে পেলাম সেই পুরোনো দিনের জানাশোনা

পরশ।

ফিরে পেলাম সেই পুরানো দিন,সেই পুরানো সুখ।

  


Rate this content
Log in