অ সাধারণ প্রেম
অ সাধারণ প্রেম


তাকে প্রথম দেখা তেই
খুব ভালো লেগে গেছিল।
কিন্তু সাহস করে বলা হয়ে ওঠে নি,
তাকে আমি কতটা ভালো বাসি,
ছিল সে বয়সে প্রবীণ,
তবুও ছিল আকষর্ণ তার প্রতি।
তার উপস্থিতি
আমার অন্তরে ঝড় তুলত।
সে স্মমুখ্খে উপস্থিত হলেই
অন্তরে উঠত ঝড়।
মনে হতো, তার কাছে যা ই
শোনা ই আমার অন্তরে র ধ্বনি।
থমকে যেতাম,
সাহস কখনও হয়ে ওঠে নি
তাকে বলার।
আজও আমার অন্তর,
তাকে খুঁজে বেরায়।