৯৯ এর সাপ
৯৯ এর সাপ


যুদ্ধোত্তর ময়দান আর হেরে যাওয়া দুই পক্ষ
কারোর ঝরেছে ঘাম আর কারোর শুধুই রক্ত
মিথ্যে যখন বাঁকের ধারে বড় দানের অপেক্ষায়
বোকা গুটি ব্যস্ত মনে নানা পরিকল্পনায়
যন্ত্রনার বাষ্পচাপ দিল ঠেলে রাজপথে, ফিরে দেখি শূন্যতা
ভালোবাসা তখন কেবলি গলার কাঁটা
দুরন্ত মেট্রো তে মুখস্থ বিশ্বাস, মনোযোগের অভাবে
আমার ক্ষতের উপশম হয়ে তুই পারলিনা দাঁড়াতে
তুই রয়ে গেলি চির অবুঝের তলে আর আমি অভিমানের চুড়ায়
তোর অযুক্তি তে অকাট্য যুক্তি আমার পায়না আশ্রয়
এখন একা পথ চলতে কেউ না থাকুক নুড়ি পাথর রয়
এখন আমার নরম বালিশের শক্ত ঘুমের ভয়
তুই আমার ভালোবাসা রাতের আলোর ভাব
তুই আমার সাপ লুডোর ৯৯ এর সাপ