STORYMIRROR

Mysterious Girl "মিশু"

Abstract Tragedy Others

3  

Mysterious Girl "মিশু"

Abstract Tragedy Others

আমি নেই

আমি নেই

1 min
183

চিরতরে হারিয়ে যেতে বসেছি পৃথিবীর বুক থেকে।

গ্রীষ্মের তপ্ত দুপুর বারে বারে ফিরে এলেও আমার শরীরের উষ্ণতা আর বাড়বে না,

হিমশীতল ও ম্লাণ হয়ে এসেছে আমার দেহ। বর্ষার মতো অঝোর ধারায় আর ঝড়বে না আমার নয়ন হতে অশ্রু, 

শেষ অশ্রু কণা চোখের কোণ বেয়ে গাল হতে গড়িয়ে গেছে কিছু মুহূর্ত আগে।

শরৎ এর রোদ ঝলমলে আকাশে পুজোর বাদ্যি বাজবে যুগ যুগ ধরে ; 

তবে আমার তা দেখা হবে না, আর না মুখে ঝলমলে হাসি ফুটবে। 

হেমন্তর হিমেল হাওয়া আমাকে স্পর্শ করছে একবিংশ বার, 

এবার থেকে সে আমাকে স্পর্শ করতে অপরাগ।

শীতের মরশুমের রুক্ষতা আসে যায়, অবশ্য আমার ঠোঁটে তা আজীবন থাকবে; 

আর এই ওষ্ঠের শুষ্কতা দূর হবে না, প্রাণহীন রয়ে যাবে।

বসন্তের আনন্দে রঙিন ফুল ফুটবে, পাছে নতুন পাতা গজাবে, 

তথাপি আমার দেহে প্রাণ আর ফিরে আসবে না।

আমি মৃত, আমি নেই ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract