Bidyut chakraborty

Inspirational Others

5.0  

Bidyut chakraborty

Inspirational Others

নেপোটিজম

নেপোটিজম

1 min
836


করোনা রোগের আর্বিভাবে মানুষের পরিচয় হয় স‍্যানিটাইজার শব্দের সঙ্গে।আর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পরিচয় ঘটে নেপোটিজম শব্দের সঙ্গে।টুটান পাড়ার প্রাথমিক বিদ‍্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।সেদিন সন্ধ‍্যার সময় ঠাকুমা বাবার সাথে ঘরে বসে টিভি দেখছিল এমন সময় টিভিতে নেপোটিজম শব্দটি শুনে বাবার কাছে জানতে চাইল ---নোপোটিজম মানে কী?


বাবা জানাল ,নেপোটিজম মানে স্বজনপোষণ বা পক্ষপাতিত্ব।কথাটা ঠিক বুঝতে না পেরে টুটান বলে ওঠে 'তার মানে'।বাবা উত্তর দিতে যাবে এমন সময় টুটানের মা রান্না করতে করতে মুখ বাড়িয়ে বলল---তোর পিসি যেটা করলে দোষ হয় না,সেই কাজ আমি করলে দোষ হয় আবার ধর তোর পিসামশাই তোর ঠাকুমার জন‍্য বা তোর পিসির সঙ্গে করলে দোষ হয় না সেটা আবার যখন তোর বাবা তোর দিদা-দাদুর জন‍্য করে বা আমার সঙ্গে করে তখন দোষের হয়--- সেটাই নেপোটিজম বা স্বজনপোষণ।


একথা শুনে তো শাশুড়ি ঠাকরুন রেগে গেলেন ।আর তারপরের অবস্থা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন।



Rate this content
Log in

Similar bengali story from Inspirational