Ankita Sarkar

Romance Tragedy


3  

Ankita Sarkar

Romance Tragedy


খিদে

খিদে

1 min 254 1 min 254

গরম ভাতে লঙ্কা ডলে নুন দিয়ে হুশ হুশ করে বড় বড় গ্রাস মুখে তুলছিল বছর ত্রিশের তিন সন্তানের জননী চম্পা। একটু দূরেই মাটিতে থেবড়ে বসে দুটো বাচ্চাও গরম ভাতে মন দিয়েছে। কতদিন পর ভাতের স্বাদ পেয়েছে ওরা?? এখন কি আর অন্যদিকে মন দিতে আছে!!

চম্পার স্বামী দুলাল আগের বছর ভাগের জমিতে চাষ করতে গিয়ে সাপের কামড়ে মরল। তারপর থেকে শাক গুগলি খেয়ে, লোকের বাড়িতে ফাই ফরমাশ খেটে কখনো আধপেটা, কখনও না খেয়েই দিন কাটাচ্ছিল।

ভাগ্যিস শহরের বাবুটা এল আর চম্পার দশ বছরের বড় মেয়ে টেঁপির দিকে নজর পড়ল!! তাই তো আর কিছু না বলে রাজি হয়ে গেছিল চম্পা। টেঁপির বদলে কটাদিন তারাও গরম ভাত খেতে পাবে আর মেয়েটাও ওখানে খেয়ে পরেই থাকবে।

টেঁপিও মা আর ভাইবোনের কথা ভেবে আপত্তি করে নি। খিদে যে বড় বালাই।


Rate this content
Log in