STORYMIRROR

Njh Y

Classics

4  

Njh Y

Classics

জীবন যেখানে যেমন..

জীবন যেখানে যেমন..

1 min
233

খুব ভোরে উঠে চাদর গায়ে দিয়ে খেজুরের রস খাওয়ার যে আনন্দ পাওয়া যায় সকাল দশটায় উঠে প্যাকেটে মোড়ানো কৃত্রিম ফলের রস খাওয়ার স্বাদটা হয়তো কিছুটা আলাদা।চুলার কাছে বসে গরম গরম ভাপা পিঠার পিপাসা ওভেনে গরম করা পিঠার থেকে বেশ ভিন্ন।নতুন চালের ধোঁয়া ওঠা ভাত সাথে শিম আলু আর ফুলকপির তরকারি কিংবা বেশি করে সরিষার তেলে করা বেগুন ভর্তা দেখলে মন এমনিতেই নেচে উঠে। যা ঐ রেস্তোরাঁর নামকরা দামি খাবার দেখে অতটা আকর্ষন করে না।বিকাল বেলা চায়ের সাথে তেলের পিঠা, মুড়ি মাখা কিংবা পাটিসাপটা নিয়ে যে তুমুল ঝগড়া হয় তা ফেসবুকে পড়ে থাকলে বোঝার উপায় নেই।ঠান্ডা লাউয়ের তরকারি দিয়ে খেয়ে ভুতের গল্প শুনতে শুনতে রাত পার হয়ে যায়। শীতের স্নিগ্ধতায় সবচেয়ে বড় আকর্ষণ বনভোজন। কালি দিয়ে মেখে মাটির চুলায় রান্না করে খাওয়া এক অনন্য তৃপ্তি। কচি লাউয়ের ডগা দিয়ে মাছের শুঁটকি অথবা পেঁয়াজ পাতার ভাজি জীবন সার্থক। শীতের কুয়াশামাখা দিনগুলো আমাদের জন্য মধুময় হলেও রাস্তায় থাকা শিশুটা জানে না ভাপা পিঠা কি, গরম ভাত কি, ভুতের গল্প কি??


Rate this content
Log in

Similar bengali story from Classics