গোলাপ কাঁটার আঘাত
গোলাপ কাঁটার আঘাত
শ্যামল চক্রবর্ত্তী( সবুজ)
বলতে পারো দুঃখ গুলো নিলাম হবে কোথায়?
হৃদয় জুড়ে বোঝাই ছিল গোলাপ কাঁটার আঘাত।
দোষ দিওনা গোলাপ ফুলে ফোটাই তারই স্বভাব।
কাঁটা আছে গোলাপ গাছে ফুলের কি আর দোষের?
ভ্রমর ছুটে মৌয়ের নেশায় ফুলের কদর অনেক।
কষ্ট করে চয়ন করো ভুলবে দুঃখ অনেক।
ভালোবাসা মিশে থাকে দুঃখ কষ্ট অনেক।
এক পশলা বৃষ্টি হলেই ধুয়ে যাবে অনেক।
কাঁটার ভয়ে গোলাপ কেন দূরেই ঠ্যালো তারে।
ভালোবাসার মধুর স্মৃতি ভুলতে কি আর পারো?
দুঃখ কষ্ট পূর্ণ আছে ভালোবাসার তরে।
ভালোবাসায় পথ্য যেন দুঃখমোচন করে।
দুঃখ সকল নিলাম হবে প্রেমের ঠিকানায়।
হৃদয়টা ডুব দিয়ে দাও পুণ্য প্রেমের জলে।
প্রেমের কাটা উধাও হবে সকল দুঃখ ভুলে।
সমাপ্ত

