দ্যা ডেট
দ্যা ডেট
জুন মাসের বিকাল চারটের ওই গরমটাকে সহ্য করে ,ভিড় কাটিয়ে অবশেষে বাড়ি যাওয়ার বাস ধরল রিভু।
মায়ের জোরাজুরিতেই আজ একটা blind date এ গেছিল রিভু। সে মেয়েটাকে আগে থেকে জনত বা চিনত না। তার মায়ের পছন্দ করা। তবে তার একটুও পছন্দ হয়নি আনুশকাকে। তার সাথে আনুশকার তেমন কোন মিলই নেই। বলতে গেলে আনুশকা তার পুরোই উল্টো।তাই আনুশকাকে দেখেও মনে হল না যে তারও রিভুকে খুব একটা ভালো লেগেছে।
বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন সমাজ ও হয়ে উঠেছে Modern। তবে রিভু এখনও 90's এর গান শুনতেই বেশি পছন্দ করে। সবাই যখন পার্টি রেস্টুরেন্ট নিয়ে busy তখন রিভু পরান্ত বিকালে গঙ্গার ঘাটে বসে সময় কাটাতেই বেশি ভালোবাসে। সিনেমার দেখার চেয়ে বই পড়াটাই বেশি প্রিফার করে রিভু।
জানালার দিকে তাকিয়ে এই সবই ভাবছিল রিভু।হঠাৎই তার চোখ পড়ল তার পাশের সিটায়।একটা 24-25 বয়সের মেয়ে বসে আছে। পরনে লাল সালোয়ার কামিজ আর ম্যাচ করে সাদা ওরনা। চুল টা এলোমেলো হয়ে লুটিয়ে আছে তার পিঠে।কানে হেডফোন আর প্লেলিস্টে পর পর চলছে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, মান্না দের গান। রিভু একটু অবাকই হল .... Modern society র একটা যবতি মেয়েকে 90's এর গান শুনতে দেখে।
রিভু বলে উঠল:
--------এক্সকিজ মি
মেয়েটি নিজের হেডফোন খুলতে খুলতে বলল:
----------হ্যাঁ বলুন।
-----------আপনি 90's এর গান শোনেন?
-----------হ্যাঁ!! আমি আধুনিক গানের চেয়ে 90's এর গান বেশি পছন্দ করি।এছাড়াও গঙ্গার ঘাটে সময় কাটানো এবং কলেজ স্ট্রিটের দোকানে গুলো আমার কাছে বেশি প্রিয়।
------------বাহ ...আমার আর আপনার পছন্দ দেখছি এক।
----------- আপনিও 90's এর গান পছন্দ করেন নাকি?
-----------হুমম।
------------আরাহ বাহ! By the way, আমি রিতোজা।
------------আমি রিভু।
এইভাবে নানান ধরনের কথা বলতে থাকে দুজনে.......
হঠাৎ রিতোজা বলে উঠল :
----------যাবেন....চায়ের সাথে 90's এর গান শুনতে শুনতে গঙ্গার ঘাটে বসে পরান্ত বিকালের সৌন্দর্য উপভোগ করতে?

