STORYMIRROR

Ruchira Roy

Others Children

4  

Ruchira Roy

Others Children

রিইউনিয়ন(Reunion)

রিইউনিয়ন(Reunion)

6 mins
316

ফোনটা আসতেই খুশিতে লাফিয়ে উঠল মিষ্টু। কাল তাদের স্কুলের 2022-23 ব্যাচের reunion অর্থাত তাদের reunion। তার মনে পড়ে গেল তার ছোটবেলার কথা,তাদের ক্লাসরুম, তাদের ওই ছটফটে আর সব থেকে দুষ্টু গ্রুপটার কথা। গ্রুপটা 9 জনের ছিল।এসব ভাবতে ভাবতে কখন তার চোখের কোণে একফোটা জল জমা হয়েছে সে খেয়ালই করেনি।

-------Ma'am

--------yes?

-------Ma'am the previous answer is Done! What's the next question?

-------umm!!For today we will stop here!...Will continue the next question from the next day.

------- OK!

ঠিক তখনই ball পরলো। Dispersal ball।

-------- ok student, pack our bag and move accordingly! Don't rush.

বলেই ক্লাস থেকে স্টাফ রুম এর দিকে হাঁটা দিল মিষ্টু । আজ আর কোন কাজেই মন লাগবেনা ওর।

সময়ের তুলনায় বেশ কিছুক্ষণ আগে বাড়িতে এসেই ফোনটা হাতে নিয়ে বসেছে মিষ্টু। হঠাৎ কি মনে হতে what'sapp টা খুলে scroll করতে করতে প্রায় নিচের দিকে একটা 1 বছর ধরে dead পরে থাকা গ্রুপে click করলো মিষ্টু। গ্রুপের participants-রিজু,দিয়া,রিয়া,বাবাই,শুভ,রিমি,গুরিয়া,মামপি আর ও নিজে। গ্রুপ name- "Hallamachao group of class 12"।গ্রুপটা অগের মত আর একটিভ নেই। সময়ের সাথে সাথে সবাই প্রায় busy হয়ে পড়েছে নিজেদের লাইফ নিয়ে তাই খুব rarely দু-একটা message ঢকে। লাস্ট messenge প্রায় একবছর অগের। 

কি মনে হতে একটা message করল মিষ্টু - 

"So, Guys tahola kal ki amra sobai meet korchi?"

Massage টা করতেই সবাই Reply দিলো:

রিজু - " ummm.....dakhchi chesta korbo re ....sure na....kal akta imp meeting acha🥲"

দিয়া - "nischoi.....ami toh jaboi"

রিয়া - " bhaiiii....ami out of station....no chance yaar!!🥺🥺"

বাবাই -" kal amar hbe na ......amr school a result distribution acha.....I need to be present there anyhow "

শুভ - " definitely!!"

রিমি -" kal amr flight acha for Mumbai..so maybe not this time "

গুরিয়া -" ami toh akhn Chennai tah.....Office tour 🤷‍♀️"

মামপি -" am going"

Message গুলো পড়ে mood off হয়ে যায় মিষ্টুর।

আসলে কাল তার জন্মদিনও।ও ভেবেছিল এত বছর পর ফাইনালি ও ওর জন্মদিনটা ওর বন্ধুদের সাথে স্কুলে সেলিব্রেট করতে পারবে।

-" bhaiii ato bochor por dakha kortam yaar...aksatha ager moto somay katatam...chol thik acha I understand...onno kono akdin" message টা করেই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেল মিষ্টু।


আজ তাদের reunion তাই ready হচ্ছে মিষ্টু । অনেকটা আনন্দের সাথে অনেকটা দুঃখ জমে তার মনে। আসলে ঠিক দুঃখ না , অভিমান। আজ শুধু যে reunion তা তো নয়, তার জন্মদিনও। আর ওর বন্ধুরা সেটাও ভুলে গেছে....। 

স্কুলের সামনে এসে দাঁড়াতেই nostalgia রা তাকে ঘিরে ধরল। মনটাও অনেকটা হালকা হয়ে গেল.....বোধহয় এইজন্য বলে "School life is the best phase of life and School memories are the purest memories "

স্কুলে ধুকতেই দেখা হল শঙ্খোর সাথে। স্কুলে যার সাথে ওর সব থেকে বেশি ঝগড়া হত, তার কারণ অবশ্য দুজই....কখনও এ ওকে খোঁচাতো তো কখনও ও একে খোঁচাতো। দেখা হতেই শঙ্খ বলে উঠলো ------- "araayyy Miss. Mistu Roy kamon achennnn?"

-------"Bhalo achi...tui?"

-------" Ki bapar ? School r sob thaka doshi meyata kothay galo....ato jhimiya kano?...ami aei Mistu Roy ka toh Chini na🧐!"

-------" Ara dhur.....tkhn alada chilo....8 bochor por ki kora expect koris sob ak thkbe?...tkhn life chilo care free ar akhn responsibility tah bhora akta life.🙂🙃"

-------" bujhlam....but amader moddhar chotto ami tah toh hariya jayni....otaka majha majha jagiya tol .....hariya jeta dis na...bujhli mathamota😂."

এই কথা তে দুজনেই হেসে উঠল। শঙ্খ ওকে এই নামে মানে মাথামোটা নামেই ডাকত স্কুলে।ছোটবেলায় খুব রাগ হলেও আজ বেশ আনন্দেই হল মিষ্টুর সেই পুরনো নামটা শুনতে।

-------" tor mone acha...tui amay ki bola daktis?...hadaram akta🥺🤣🤣"

আর এই হাঁদারাম নামে ডাকত ও শঙ্খকে।

--------"tor jodi aei hadaram nam ta mone thka.... thle amr mathamota nam ta mone thkbe na kano?

-------"umm...sei tohhh😂"

 বলেই হেসে ফেলল মিষ্টু। 

------- "accha toh tui kkhn ali hadaram?"

------- " aei tui dhokar 1 minute 33 seconds age"

------- " tui sudhrabi na nah🙄?"

------- " nah😜"

আবার দুজনে হেসে উঠল।

------- " accha ar kao asani akhno?"

------- " ki kora boli bolun ....apni jekhana amio sekhenei tohh😏"

------- "আচ্ছা তাহলে চল দেখি আর কে কে এসেছে।"

------- "cholun madam🤭"

দুজনে হাসতে হাসতে হলটার দিকে গেল।

যেতেই যুনিয়রস এবং আরো কিছু জন মিলে ওদেরকে আটকে দিল।

-------" akhn asa jabe na....aktu por tomader daka hbe....totokkhn tomra class 8B tah giya bosta paro"

-------" accha "

বলে ওরা দুজনে প্রিন্সিপাল স্যারের রুমেটার দিকে গেল।আট বছর পেরিয়ে গেছে তাও ওদের প্রিন্সিপাল স্যার এক রয়ে গেছেন।প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং ওদের স্কুলের সব টিচার্সদের মানে মোটামুটি সব পুরনো টিচারের সাথে দেখা করে কথা বলে ওরা ।প্রায় অনেক টিচারই ছেড়ে দিয়েছি ,অনেক নতুন টিচেরস এসেছে তার জায়গায় বাট কিছু টিচার্স রয়ে গেছে এখনো।করিডোর দিয়ে 8B এর দিকে এগোনোর সময় পুরনো স্মৃতিগুলো ওদের দুজনকে জড়িয়ে ধরছিল। কত স্মৃতি জড়িয়ে আছে কলিডরে।শুধু কি এই করিডরে ?না! পুরো স্কুল জুড়ে স্মৃতিরা ঘিরে আছে।এসব ভাবতে ভাবতেই ক্লাস 8B তে পৌঁছানোর পর ওদের মুখগুলো খুশিতে ভরে উঠল।ওদের ব্যাচের প্রায় সবাই আছে। সবার সাথে স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়েলো ওরা। এই সবের মাঝেও মিষ্টু কিছু মুখ খুঁজতে থাকে।ওদের খুঁজে না পেয়ে ও হতাশ হয়ে পড়ল। বাকিরা নাহয় আসবে না কিন্ত শুভ , মামপি আর দিয়া কোথায়? ঠিক তখনই কউ এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল।পিছনে ফিরতেই, খুশিতে আত্মহারা হয়ে ওঠে মিষ্টু। 

-------"দিয়া "

------- "আগগে হ্যাঁ। "

------- " bhaii akhna ki korchis....chol baki class gulo aktu ghura dakhi" দিয়া বলে উঠল। 

------- " cho buttt Subho ar Mampi kothay"

------- " Mampi on way ar Subho ka char....o as usual late"

বলেই মিষ্টুর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দিয়া।

কয়েকটা ক্লাস দেখতে দেখতে স্মৃতিচারণ করার পর ওরা এসে দাঁড়াল class 12 এর সামনে। 

------- " এই ক্লাসটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বল দিয়ু"

-------" সত্যিই রে....সেই শেষবারের মতো দুষ্টমি করা, একসাথে টিফিন শেয়ার করা, শেষবারের মতো পরীক্ষা দেওয়া শেষ বারের মত hug করা.....এই সব কিছুই তো এই রুমটা জোরে।"

এসব বলতে বলতে দুজনের চোখেই জল এল।

ঠিক তখনই কউ এসে মিষ্টুর চোখ বন্ধ করে দেয়।

-------" কে? আরে আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কি হল কিছু বল? দিয়া তুই তো কিছু বল?" 

কোন উত্তর পায়না মিষ্টু।

-------" happy birthday Mistu" একটা খুব চেনা গলা বলে উঠে।

------- "রিজু?"

ঠিক তখনই সেই অজানা বক্তি তার চোখের সামনে থেকে হাত সরিয়ে নেয় এবং বলে উঠে

-------" হ্যাঁ "

খুব অবাক হয়ে পিছনে তাকাতেই, দেখে শুভকে।

তখনই অনেকগুলো চেনা গলা বলে ওঠে "happy birthday Mistuuuuu"

মিষ্টু দেখে তার সেই চেনা 8টা মুখ।

------- "তোরা?......তোদের তো আসার কথা ছিল না!"

-------রিজু " না তা ছিলনা তবে আসতে কতক্ষণ"

------- " মানে?"

------- রিজু " meeting cancelled"

-------রিয়া"Delhi thka flight niya soja back"

-------বাবাই"Amar duty ta ami amr colleague ka diya adjust kora niyachi"

-------রিমি"Mumbai jaowa cancel kora dilam"

-------গুরিয়া" Boss ka manage kora Chennai thaka kal raat er flight a back korachi"

এসব শুনে চোখের জল এবং ঠোঁটের হাসি ফুটে উঠল মিষ্টুর -------"কিন্ত.............."

ওকে বলতে না দিয়ে রিমি বলে উঠলো "স্কুল থেকে আমাদের জন্য arrange করা প্রথম reunion তার উপর তোর birthday কি করে মিস করি বলতো?"

------- " তোদের মনে ছিল?"

------- মামপি" সেকি তোর জন্মদিন আমরা ভুলে যাব?"

------- "কিন্তু তোরা এসব করলি কখন?"

------- শুভ "ওই গ্রুপে চ্যাট করার পর একটা দু'ঘণ্টার লম্বা ভিডিও কল"

-------"তোরা পারিসও বটে"

এতক্ষণ এতকিছু শুনতে শুনতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মিষ্টুর। 

------- ঠিক তখনই দিয়া বলে উঠল "ঠিক আছে অনেক হয়েছে..... এবার চোখটা মুছে তাড়াতাড়ি করে cake টা কাট নাহলে ও দিকে কিন্তু সব program miss!"

হেসে উঠল সবাই।

মিষ্টু গিয়ে সবার সাথে একটা গ্রুপ hug করল।


Rate this content
Log in