STORYMIRROR

Ruchira Roy

Romance Others

3  

Ruchira Roy

Romance Others

বদল❤🥀

বদল❤🥀

2 mins
129

বৃষ্টিটা এবার বেশ জোরেই নেমেছে।রিদ্ধি তিতলির হাতটা ধরে প্রায় ছুটতে ছুটতে ওকে নিয়ে পৌঁছালো একটা ছোটো চায়ের দোকানে। অফিস থেকে বেড়িয়েই এরকম বিচ্ছিরি ভাবে আটকে যাবে ওরা ভাবেনি।দোকানে আরো বেশ কিছু লোক ছিল।সবাই প্রায় বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য দোকানে আশ্রয় নিয়েছে।


------- "কিরে বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে!!!এবার বাড়ি যাবে কিকরে??"

------- "জানিনা" একটু বিরক্তির সাথে বলল রিদ্ধি

------- "চা খাবি??"

------- "হুমম!!খেতে পারি"

------- "কাকু দু কাপ চা দাও তো" বলল তিতলি 

------- "চল বসি" বলে একটা বেঞ্চের দিকে ইন্ডিকেট করে রিদ্ধি।

------- "চ!!"

বলে দুজনে বেঞ্চটাতে গিয়ে বসলো।

------- "আরে এতো টেনশন করিসনা রিদ্ধি।জানিস তো বস মাঝে মাঝেই ক্ষেপে যায়.......সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না।"

------- "হুমম" বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো রিদ্ধি

------- "দাদা আপনার চাটা" 

একটা মাঝ বয়সী ছেলে দু হাতে দুটো চায়ের কাপ নিয়ে রিদ্ধির সামনে ধরল। রিদ্ধি আর তিতলি নিজেদের চায়ের কাপ দুটো হাতে নিল।দুজনেই চায়ে চুমুক দিল।


------- "রিদ্ধি মনে পড়ে কলেজ থেকে বেরিয়েও আমরা এভাবে ভুবনদার দোকানে চা খেতাম?"

------- "হ্যাঁ!!!আর ভুবনদা চা টা কি দারুন বানাতে বল?"

------- "সত্যি কতদিন ভুবনদার দোকানের চা খাই নি বলতো!!"

------- "হুমম!!ভুবনদার স্পেশাল চা।"

------- "এই এই......এরকম একটা বৃষ্টি ভেজা দিনে তুই আমাকে প্রপোজ করেছিলিস মনে আছে?"

------- "হ্যাঁ!!সে আবার মনে থাকবে না?বৃষ্টিতে ভেজার জন্য তুই বাড়িতে যা ঝাড় খেয়েছিলিস উফ!!............আচ্ছা তিতলি তখন বৃষ্টিতে ভিজতে কি ভালো লাগতো বল?........আর এখন!!!!.........একবার ভেজার আগে পাঁচবার ভাবতে হয়!!"

------- "হ্যাঁ রে!! আর এভাবেই বোধহয় সময়ের সাথে সাথে মানুষের ভালোলাগা , ভালোবাসা গুলো বদলে যায়!এখন এসব কেবলই স্মৃতি।সেই দিন গুলো হয়তো আর কোনোদিনও ফিরে আসবেনা"

------- "ছাড়!! দেখ বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে.... এবার না বেরোলে আজ আর বাস পাবনা"

------- "হ্যাঁ চল।।"

.

.

.

.

.

.

এভাবেই বোধহয় সময়ের সাথে সাথে মানুষের ভালোলাগা ভালোবাসা গুলো বদলে যায়।।


Rate this content
Log in

Similar bengali story from Romance