STORYMIRROR

Atrayee Sarkar

Romance Action

3  

Atrayee Sarkar

Romance Action

Black Panther পর্ব ৯

Black Panther পর্ব ৯

5 mins
233


Drugs বিক্রি আর মেয়েদের পাচার করা প্রচন্ড বেরে যাচ্ছে বলে,, নতুন special officer team কে আনা হয়েছে ।

কিন্তু তদন্ত করলেও,,, সেই একই উত্তর। কে drugs বিক্রি করছে, আর মেয়েদের সাথে বদমাইশি করছে জানা যাচ্ছে না ।

কাউকে ধরলে,,,, হাজারো মারলে উত্তর দিচ্ছে না । তো কেউ নিজেকেই গুলি করে মেরে ফেলেছে,,, যাতে উত্তর না পাওয়া যায় ।

কি সাঙ্ঘাতিক অবস্থা হয়ে গেছে।

কে এরকম শয়তানি করছে,,,, যে ওদের লোক নিজেকে মেরে ফেলতেও অসুবিধা বোধ করেনা।

তদন্ত করে,,, কিছু মানুষকে সন্দেহ করা হয়েছে।

পুলিশের সুপার স্পেশালিটি team, জনতাদের একজায়গায় ডেকে বলে--" দেশে drugs বিক্রি নিয়ে আর মেয়েদেরকে নিয়ে অসভ্যতামি চলছে ।

আমরা কিছু ক ক্রিমিনালকে সন্দেহ করছি।

তাদের ছবি আপনাদের দিলাম।

Sk Sardar,, Nasim Ahmed, Sandip halder, Kali sharma, Biru ghosh

যারা, আসতে পারেননি,, TV তে Please দেখে নিন।

আপনারা যদি এদের কাউকে দেখতে পান প্লিজ বলবেন । আপনাদের কোন ক্ষতি হবে না । আমরা সবসময় খেয়াল রাখব। কিন্তু যদি আপনারা কেউ আমাদের পাশে না থাকেন,, ওরাই কিন্তু আপনাদের ক্ষতি করে দেবে।

আবারও বলছি,, প্লিজ coaporate করুন।

একজন পুলিশ অফিসারকেই,,, একটা ঘরে মৃত পাওয়া গেছে ।

ভেবে দেখুন,,,, তার মানে কতো সাহায্য দরকার আপনাদের। ভয় পাবেন না। "

দিশা জার্নালিস্ট । দিশা একদিন দেখতে পায় কিছু লোকের কাছে drugs আছে ।

গল্প করছে drugs বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছে,,,, আর drugs খাচ্ছেও ।

দিশা সব দেখে পুলিশকে ফোন করে সব বলে ।

দিশা Panther কেও ফোন করে।

দিশা--" Panther,,, এখানে কিছু লোক drugs খাচ্ছেও , আবার হাসাহাসি করছে drugs বিক্রি করে। তুমি আসতে পারবে???"

Panther--" এক্ষুণি চলে যাচ্ছি । Just wait a minute ।"

পুলিশ এসে ওদের arrest করে ।

কিন্তু হঠাত্ কে পেছন থেকে কিছু পুলিশকে গুলি মারা শুরু করে।

তারপরেই Panther তার group কে নিয়ে চলে আসে। ৬ টা বাইকে করে ১২ জন লোক এসে মারামারি করে,,, পিটিয়ে,, গুলি করে ওদের মেরে দেয়।

ওদের যে head ছিল,,,, ওর কলার ধরে টেনে নিয়ে,,,, মাথায় বন্দুক ঠেকিয়ে Panther চেঁচিয়ে জিজ্ঞেস করে --" বল তোর নাম কি??

বলবি,, না সালা,, তোকে এখানেই মেরে ফেলব??"

বলছেনা দেখে Panther বলে--" মানিক,,, এই নে,,, ওর মোবাইল। খোঁজ ওখানে ওর পরিবারের ফোন নাম্বার। আর ধরে নিয়ে আয় ওদের।"

মানিক--" এক্ষুণি আনছি ।"

--" না,, না,,, প্লিজ।"

Panther--" ওসব প্লিজ ফিজ জানিনা । বল তোর নাম কি, আর তোর বসের নাম কি ।"

--" আমার নাম বিরু,,,, বস হচ্ছে Kali Sharma।"

Panther--" সালা,,,, মা কালীর নাম নিয়ে,,, শয়তানি করে ।

কোথায় থাকে??"

বিরু--" মু,,,,,,মু,,,,,,,,,, মুম্বাইয়ে।"

Panther-- "Arrest করে নিয়ে জান স্যার,, একে ।

শয়তানটার বেঁচে থাকাটা জরুরি ।"

পুলিশ বিরুকে arrest করে নেয় ।

পুলিশের O.C. সবকিছু শুনে Panther ওপর interested হয় ।

ওদিকে দিশা,,, ওই দুজন পুলিশ অফিসারদের হাসপাতালে নিয়ে যায়,,, যাদের গুলি মারা হয়েছে। ওর সাথে,, পুলিশের constable অফিসার ও ছিল।

তারাতারি ওনাদের operation করা হয় ।

p>

দিশা ডাক্তারকে জিজ্ঞেস করতে,,, ডাক্তার বলে-- "ঠিক আছেন ওনারা । কিন্তু,, একটু ভালো হতে তো কালকের দিনটা লাগবে ।

আপনারা এখন আসতে পারেন । ICU তে রাখা হয়েছে ওনাদের ।"

দিশা--" ঠিক আছে ।"

O.C.--" যা তোমরা পারলে না । ছেলেটা এসে একদম মেরে ফেলল ।

ইন্টারেষ্টিং । ছেলেটাকে কেউ তো বলেছে ।"

পুলিশ অফিসার সুমন বোস--" হ্যা,,, একজন মেয়েই খবর দিয়েছিল ।

ও ই মনে হয় জানে ।"

O.C.--" মেয়েটাকে চেন??"

পুলিশ অফিসার সুমন বোস--" ওর ফোন নাম্বার আছে ।"

O.C.--" call কর ।"

Phone call করতে দিশা পুলিশ স্টেশনে আসে।

--" হমম্ । দিশা,,, আমি পুলিশ অফিসারের O.C. কৈলাস গুপ্ত ।

জানলাম তুমিই ফোন করেছিলে । তুমি কি কর??"

দিশা--" আমি জার্নালিস্ট।"

O.C কৈলাস গুপ্ত--" তুমি ওই ছেলেটাকে চেন,,, যে drugs বিক্রেতাগুলোদের মেরেছে ।

এবার,, না বোলো না । কারণ,,, স্বর্গ থেকে কেউ জানতে পারেনা,,, কে,, কি করছে ।"

দিশা--" হ্যা,,, চিনি আমি ওকে ।

কিন্তু আপনারা ওকে arrest করে নেবেন না তো?"

O.C. কৈলাস গুপ্ত-- " যে,,, পুলিশকে বাঁচিয়েছে,,, তাকে আমরা arrest কখনোই করিনা ।"

দিশা--" ঠিক আছে । আমি ওকে ফোন করছি ।"

দিশা Panther কে ফোন করে বলে--" Panther পুলিশ তোমায় ডাকছে । Arrest করতে নয়।

এস তুমি ।"

Panther-- " Ok ।"

O.C কৈলাস গুপ্ত -- " তোমার নাম Panther । You worked like a hero । Great ।

Panther--" আমি কোন hero র কাজ করিনি

আমার লক্ষ্য ,,, মেয়েদের প্রতি অন্যায় যারা করছে,, তাদের মেরে ফেলা।

O.C কৈলাস গুপ্তর--" Really??

তাহলে আমাদের সাথে হাত মেলাতে পারবে???

যাকে আমরা খুঁজছি,,,,, সেই লোকটা মারাত্মক সাঙ্ঘাতিক killer ।"

ওকে তাই ধরাই যাচ্ছে না ।

তুমি পারবে??"

Panther--" আমার কাছে কিছুই অসম্ভব নয় ।"

O.C কৈলাস গুপ্ত --" আচ্ছা ।

তোমার মনে খুব জোর আছে দেখে ভালো লাগছে।"

Panther--" তবে আপনি আমায় বিশ্বাস করতে পারবেন তো সবসময়??"

O.C কৈলাস--" নিশ্চয়ই বিশ্বাস করব । "

Panther--" কি বলুন তো,,,, শয়তানকে ধরতে গেলে ,, শয়তানি করতে হয়। কখনো,,, শয়তানের সাথে হাত মেলাতে হয়।

তাও পারবেন কি বিশ্বাস করতে??"

O.C কৈলাস গুপ্ত --" তুমি কাইকে তো ধর। তারপর আমরা তোমায় No doubt বিশ্বাস করব।"

Panther--" ঠিক আছে আমি করবো । কারণ এটাই তো আমার লক্ষ্য ।"

O.C কৈলাস গুপ্ত--" Good। কিন্তু সবসময় জানাটা তো সম্ভব নয়,, যে ওরা কোথায় আছে ।

সুমন তুমি সব পুলিশকে বল,,, এই শয়তানগুলোকে তন্য তন্য করে খুঁজতে,,,, যে ওরা কোথায় কোথায় আছে ।"

দিশা--" স্যার,, আমি জার্নালিস্ট। আমি পারবো খবর সংগ্রহ করতে ।"

O.C কৈলাস গুপ্ত--" Great।

হমম্,,, তুমি জার্নালিস্ট। তুমি একটু খোঁজ ।"

Panther--" স্যার,,, দিশা একজন মেয়ে। ওকে এই পথে আনাই তো ভুল ।"

দিশা--" কেন???? মেয়ে বলে আমার কোন অধিকার নেই কিছু করার??"

O.C কৈলাস গুপ্ত--" আপনাদের পার্সোনাল ব্যাপার নিয়ে, বাইরে গিয়ে কথা বলুন । প্লিজ ।"


ক্রমশ প্রকাশ্য 


Rate this content
Log in

Similar bengali story from Romance