Atrayee Sarkar

Romance Action

3  

Atrayee Sarkar

Romance Action

Black Panther পর্ব ৭

Black Panther পর্ব ৭

3 mins
233


একদিন Panther ফোনে শোনে, দিশা ফোন করে মারাত্মক কাঁদছে ।

Panther--" দিশা কাঁদছ কেন এইভাবে?? আমায় কিছু বলবে তো । দিশা কিছু বল।"

Panther চিন্তিত, কি হলো । দিশা শুধু কেঁদেই যাচ্ছে ।

Panther--" একবার তুমি আমার কাছে এস। আমি তোমার বাড়িতে তো যেতে পারবো না ।"

দিশা Panther এর কাছেই আসে। একটা cafe তে।

Panther--" এইভাবে কাঁদছ কেন? কথা বলছ না কেন?"

দিশা কান্না থামালেও, কথা বলছে না।

Panther--" তুমি বলবেই না কথা?

আমি জানি, তুমি না কথা বলার মেয়ে নও । বল কি হয়েছে ।"

দিশা--" ভালো মানুষকেই কেন কষ্ট পেতে হয় Panther??

সে ভালো বলে তার ওপর অত্যাচার কর।"

দিশার চোখ দিয়ে জল পরছে।

Panther--" কথাটা আমায় বলার প্রয়োজনই মনে করোনা?

স্বাভাবিক । আমি তো আর তোমার standard এর নই।"

দিশা--" আমায় আঘাত দিতে তোমার খুব ভালো লাগে তাই না??"

Panther--" তুমি কিছুতেই বলছ না কথাটা, আর আমি চিন্তিত হয়ে যাচ্ছি জানো?"

দিশা--" বৌদি আর নেই । আমাদের ছেড়ে চলে গেল।"

এই বলে দিশা আবার কাঁদতে থাকে ।

Panther কি বলবে বুঝতে পারছেনা ।

Panther--" তুমি তো কথাটা জানতে । এতো কেদনা । কাঁদলে তো আর সবকিছু ফিরে আসবে না ।

মনটাকে একটু শক্ত কর।"

দিশা--" কি করে শক্ত করবো আমায় বলতে পার??

বৌদি,, আমায় এতো ভালোবাসত,, যে বৌদি যখন শুনেছে বৌদির ক্যান্সার হয়েছে, বৌদি, বৌদির সব সোনার গয়না আমায় দিয়ে গেছে।

বৌদিকে আমিও খুব ভালোবাসতাম ।

জেন মনে হতো বৌদি নয়,, আমার দিদি।

বৌদির মা, বাবা আর কেউ নেই, জানো।

আমি বৌদিকে কথা দিয়েছিলাম, রোহনকে আমি সারাজীবন দেখব।"

এই কথা বলে দিশা আবারও কাঁদছিল ।

Panther--" উপায় তো নেই । তবে তুমি কথা যখন দিয়েছ । তোমায় রাখতেই হবে।"

দিশার দাদা রঞ্জিতের ছেলে ছিল রোহন।

দিশা--" আমাকে নিয়ে নিতে পারতো ঈশ্বর । বৌদিকে কেন নিল?"

Panther--" বাহ্ । তাহলে এটাই তোমার কথা রাখার ক্ষমতা??

রোহনের পাশে থাকবে বলেছ,,, কিন্তু তোমার মরে যাওয়ার ইচ্ছা ।

যখন তোমার মনে বলই নেই, তাহলে কথাটা দিলে কেন??

তুমি নিজের মুখে বলেছিলে, তুমি বিয়ে করবে না, আজীবন রোহনকে দেখবে ।

আজ কথাটা ভ্যানিশ ?"

দিশা--" কোনদিন্ও হবেনা ভ্যানিশ । তুমি কি বুঝবেও বলোতো । অন্যের কষ্ট বোঝা যায়না।"

Panther--" তাই ।

আমার তখন ৭ বছর বয়স ছিল জানো । বাবা হার্ট attack এ মারা গেছিল ।

বাবাকে যখন শুইয়ে দিয়ে সাদা কাপড়েও ঢেকে দিয়েছিল,, আমি তখন ও, বলে যাচ্ছিলাম, " বাবা ওঠো না।" মা তারপর হাত ধরে টেনে নিয়ে যায় ঘরে।

মাকে দেখছিলাম কাঁদছে,, সাদা সারি পরে নিয়ে, সাখা, পলা সব খুলে ফেলল মা।"

দিশা--" এমন এমন কথা বল, যে যন্ত্রণায় বুক ফেটে যায় আমার ।"

Panther--" কষ্টটা তো আমার। তুমি কেন ব্যথিত হচ্ছ?"

দিশা--" সেটাই তো দাড়িয়ে যায় না।

বৌদিকে হারিয়ে কষ্টটা তো আমার । তুমি কেন ভাবছো?

Panther--" দিশা,,,,, একটু মনে জোর রাখ।"

দিশা--" হমম্ । রাখতেই হবে আমায় । আমি রোহনকে আজীবন দেখবই ।"


(ক্রমশ প্রকাশ্য ...)


Rate this content
Log in

Similar bengali story from Romance