BLACK PANTHER পর্ব ৬
BLACK PANTHER পর্ব ৬
Panther " আমার সম্বন্ধে এতোকিছু শুনে তোমার যদি আমার প্রতি ঘেন্না আসে,, তাহলে চলে যেতে পার। আমি কিছু মনে করবো না। "
দিশা--" কিরম হাস্যকর কথা বলছ দেখ ।
তোমার কি মনে হয়, তোমার মতন শক্তিশালী ওখানে আর কেউ নেই?? ১০০ জন হতে পারে ।
ওরা বোকা নয়, যে নিজের bodyguard রাখবে না।"
Panther--" আমি যেটা ঠিক করি, আমি ওটা করেই ছাড়ি, তুমি বিশ্বাস কর, কি না কর ।
This is my final decision।"
দিশা--" Decision টা একটু ভেবে চিনতে নাও।
তুমি মেয়েদের মুক্তি দিতে চাও। তাই তো?? কিন্তু তুমি একবারও ভেবেছ,,, ওরা এরপর কোথায় থাকবে ।
মা,, বাবারা আর নেবে না তাদের নিজেদের সংসারে ।
বেশ । আমি তোমার পাশে থাকব। তবে দিন রাত তুমি খুন করলে,,, তুমি ধরা পড়ে যেতে পার । পুলিশ আবারও arrest করে নেবে তখন তোমায়। আমি তোমায় সাহায্য করব ।"
Panther--" চুপ কর । তুমি কি করবে?? তোমার পক্ষে সম্ভব ও??"
দিশা-- " হ্যা সম্ভব । আমি জার্নালিস্ট। জার্নালিস্টই খবর সংগ্রহ করতে পারে। আমি জানতে পারব কোথায় কি হচ্ছে । কিন্তু,,, একটু অপেক্ষা কর,,,, আর আমায় একটু সাহায্য কর ।"
Panther -- " কি সাহায্য বলো ।"
দিশা-- " আমি Orphanage এর মতন একটা হোম করবো,,,, যেখানে তুমি মেয়েগুলোকে নিয়ে আনবে। ওরা,, ওখানে থাকবে । তারপরের কথা পরে ভাবব ।"
Panther -- " হ্যা,,, আমি তোমার পাশে থাকব। কিন্তু তোমার এই কাজে ঢোকাটা ঠিক হবেনা। তোমায় ধরে নিতে পারে। It's very risky। তুমি এই পথে পা বারিয়োনা।"
দিশা--" আমি ও একজন মেয়ে Panther। মেয়েদের প্রতি এই অন্যায় অত্যাচার,, আমি সহ্য করতে পারছিনা । এই অন্যায়ের শাস্তি দেওয়া উচিত ।
আমি যেখানে দেখব মেয়েদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে,,,, অথবা drugs বিক্রি করছে,, আমি তোমায় ফোন করব । কিন্তু তুমি তক্ষুনি আসতে পারবে??"
Panther--" হ্যা পারবো ।"
দিশা-- " তবে,,, একটু অপেক্ষা কর আর। আমি ওই মেয়েদের জন্য একটা home বানাব ।"
Panther --" তুমি সত্যি খুবই ভালো দিশা। আর আমি তোমায় চিনতেও পারিনি ।"
দিশা-- " আমার চেয়ে তুমি ১০ গুন ভালো,, মন থেকে । আর তোমায় কেবলই murderer ভেবেছি। কোনটা ঠিক,,, কোনটা ভুল আমি বুঝতে ও পারিনা।" 😪
Panther--" দিশা,,,,, এইভাবে বোলো না । তোমার কাছে তো এটাই স্বাভাবিক ।"
দিশা--" ঠিকই বলেছ জানো,,,,, আমাদের সব শেখানো হয় । যাকে চেনায়,,, তাকেই চিনি । যা বোঝায় তাই বুঝি । সবই মানুষের তৈরি যাকে খারাপ বলে,, আমরা তাকে খারাপ ভাবি। আদৌ সেটা খারাপ না ভালো জানতে পারিনা। যা সমাজ বলবে, তাই মানতে হবে,,, হুকুমের মতন । তার বাইরে কিছু করলেই,,, সবকিছু শেষ ।"
ক্রমশ প্রকাশ্য

