STORYMIRROR

Atrayee Sarkar

Romance Action

3  

Atrayee Sarkar

Romance Action

Black Panther পর্ব ১৩

Black Panther পর্ব ১৩

3 mins
196

Sk Sardar,,, Panther, পুলিশ অফিসার সুমন বোস, আর বাকি ৩ জন লোককে একটা ঘরে নিয়ে যায়।

কালী শর্মা চলে যাওয়ার পরই,,, Sk Sardar কে থাপ্পড় মারতে মারতে Panther জিজ্ঞেস করে --"ওই সালা Sardar,,, বল তোর হেড,, কালী শর্মার হোটেল কোথায়??"

কোন হোটেল???"

অফিসার সুমন বোস--" ও আবারও বিশ্বাস করছে না Panther,,, যে ওর Debit Card , Credit Card, ATM Card, passbook, checkbook, সব আমাদের কাছে আছে ।

স্যারকে vedio calling করতেই হবে ।"

উনি তক্ষুনি O.C কৈলাস গুপ্তকে ফোন করে সবকিছু বলেন ।

O.C কৈলাস গুপ্ত vedio calling এ দেখায়--" Sk Sardar,,, আমি তোমার কি কি আছে সবকিছু জানি।

দেখেও নাও,,,,, তোমার সবকিছু আমার কাছে আছে ।

Sardar title হলে কি হবে,,,,,,, আসলে তুমি একটা কেঁচো ।

কেঁচো খুঁজতেই না সাপ বেরোয় ।

হমম্ । বের হয়ে গেছে সাপ ।

সহজে যখন মানছই না। আঙুল তো বেঁকাতেই হবে। বাধ্য হলাম, তোমার ATM CARD জ্বালিয়ে দিতে। "

Sk Sardar--" না,,,,,,,,,, না।"

O.C কৈলাস গুপ্ত--" চুপ করে মান,,,, নইলে ভিখিরি হতে হবে ।"

Sk Sardar--" মানব ।"

LISA HOTEL ।

মেয়েদের তো নিয়ে যাওয়া হবে ।

Panther--" বা,,,,বা। MONALISA একদম । একমাত্র তুই নিয়ে যাবি । আর কেউ জাবেনা ।"

কখন আসবে তোদের boss??

Sk Sardar--" কাল বিকেলে ।"

পুলিশ অফিসার সুমন বোস ফোন করে,, পুলিশ ও Panther এর লোককেও বলেন-- "তোমরা সকলে এখানে এসে পর।"

পুলিশ অফিসার সুমন বোস Sk Sardar কে বলে--" ওই Sardar । এখানে লোক আসছে,,,, একবারও বলবি না ।"

Panther--" আর তুই আমাদের সাথেই সবসময় থাকবি ।

বেশি উল্টো পাল্টা করলে,,,, আমি কিন্তু trigger চালিয়ে দেব । আর তোর trigger ও,, এখন আমার কাছে।"

Panther আর পুলিশ অফিসার সুমন বোস বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল ।

Panther--" এই Sk Sardar কে, আমার ঠিক লাগছেনা । বিশ্বাসঘাতক তো এরা।

ও যেকোনো মুহূর্তে ওই শয়তান কালীটাকে ফোন করে সবকিছু বলে দিতে পারে ।

তখন,,, ওর কিছু যায় ও আসবে না,,, ওর বাড়ি, Card, কিছুর।

কারণ ও এর ৩ গুন পেয়ে যাবে ।"

পুলিশ অফিসার সুমন বোস--" Plan টা perfectly সবাইকে বলা দরকার ।

বল ওটা ।"

Panther--" হমম।

গিয়েই নেটওয়ার্ক কানেকশন বন্ধ করতে হবে at any cost । যাতে,,, কেউ মোবাইল দিয়ে কাউকে ফোন ও না, করতে পারে।

তারপরেই,,,, কারেন্ট অফ করে দিতে হবে,,,, নিয়ে সব সিকিউরিটি গার্ডকে পেছন থেকে ধরে,,, clorophorm দিয়ে অজ্ঞান করিয়ে,,, blade দিয়ে গলা কেটে দিতে হবে । খুব তাড়াতাড়ি ।

ছোট কাজেই কিছুটা খেলা শেষ ।

কিন্তু দিশা আর ৬ জন মেয়ে পুলিশ অফিসারের সাথে কনট্যাক্ট রাখতে হবে ।

এরপর আপনি নিজেই খেলা এগিয়ে নিয়ে যেতে পারবেন।

তার আগে ওদের খেলাটা শেষ হওয়া দরকার।


Rate this content
Log in

Similar bengali story from Romance