Black Panther পর্ব ১২
Black Panther পর্ব ১২
Panther-" ওই SK যা বলবো,,,, চুপ করে শুনবি আর করবি ।
যদি বলিস আমাদের কথা,,, তাহলে ফোন করেই বোম blust করিয়ে দেব।"
Sk Sardar---" না,,, আমি বলবো না ।
বাড়িটা blust করিয় না।"
Panther--" জানি,,,, তোর মা, বাবা নেই । মেয়েদের নিয়ে ফুর্তি করিস।
তোর পাসবই,,, কার্ড,,, সবকিছু পুলিশের কাছে আছে।
একটাও যদি সত্যি কথা বলিস,,, তোর বাড়ি তো শেষ করেই দেব। টাকাও বিলিয়ে দেব।
ভিখিরি হয়ে ঘুরবি।
কাকে complain করবি?
পুলিশ তো তোকে তারিয়ে দেবে।
তাই যা বলবো,,,,, তাই করবি।
শুনছিস ??"
Sk Sardar--" হ্যা,,,, হ্যা।"
Panther--" দিশার সাথে,,, বাকি ৬ জন মেয়ে পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে বলবি,,,, আরো মেয়ে এনেছিস।
আর,,,, আমি, অফিসার সুমন, আর কিছু পুলিশ অফিসারদের নিয়ে চলবি।
গিয়ে বলবি,,,,, আমরা, মেয়েগুলোকে ধরিয়ে দিয়েছি ।
অবশ্য,,,, তোর বোধহয় মনে হচ্ছে না,,,, তোর বাড়িতে বোম লাগানো আছে।
চল,,,, একটু দেখিয়ে দি।"
পুলিশ অফিসার সুমন বোস একজন পুলিশকে vedio calling করে বলে--" গেটের কাছের দেওয়ালে লাগানো বোমটার রিমোট চালিয়ে দাও।"
Sk Sardar দেখে ওর বাড়ির গেটের কিছুটা দেওয়াল blust করে গেছে ।
Sk Sardar কাঁদতে কাঁদতে বলে--" না,
আপনারা যা বলবেন,,, তাই করবো ।"
পুলিশ অফিসার সুমন বোস--" বাহ্ । Good boy ।"
Panther--" না,, না। খুব ভুল করছেন ওই জানোয়ারটাকে বিশ্বাস করলে ও ঠকিয়ে দিতে পারে ।
যদি ও সত্যি কথা বলে দেয় । তাহলে আর কি,,, ও আরেকটা বাড়ি পেয়ে যাবে ।
এইভাবেই,,,, পায়ের তলায় ওকে রাখতে হবে। একমুহূর্তর জন্য ও বিশ্বাস করবেন না ।"
পুলিশ অফিসার সুমন বোস--" হমম্ Panther,,, তুমি ঠিকই বলেছ ।
এরা শয়তান । এরা যা খুশি তাই করতে পারে। "
Sk Sardar--" স্যার,,,,, আপনার জন্য আরো ৭টা মেয়ে এনেছি ।
Drugs এর অল্প injetion দেওয়া আছে ।
তাই,,, নেতিয়ে আছে ।"
কালী শর্মা--" বাহ্,,,,,, Sardar ।
এইজন্যই তো আমি তোমায় আমার ডান হাত ভাবি।"
Panther এর মনে হচ্ছিল,,, এই মুহূর্ত লোকটার গলা টিপে মেরে ফেলতে । কিন্তু সেটা তো করা সম্ভব নয় ।
অনেক বডিগার্ড আছে ।
সত্যি,,,,, দিশা ঠিকই বলতো ।
কালী শর্মা---" তা ওই ৫ জন ছেলে কে??"
Sk Sardar--" স্যার,,,,,, ওরাই জুটিয়ে দিয়েছে ।
তাই ভাবলাম,,,, যদি আপনার লাগে ।
তবে না লাগলে ফিরিয়ে দেব ।"
কালী শর্মা---" এমন কি কোনদিন্ও হয়েছে,,,, তুই কিছু এনেছিস,,,, আর আমি ফিরিয়ে দিয়েছি??"
Sk Sardar--" না স্যার ।"
কালী শর্মা--" তাহলে ভাট বকছ কেন? জানিস তো কতো টাকার অর্ডার আছে ।
৭০ কোটি টাকার অর্ডার,,,, এই প্রথম পেলাম ।
মেয়েগুলোকে নিয়ে এনে,,,, তুই আরো হেল্প করেছিস।
আজ হোটেলে আরো মেম্বার আসবে। হোটেলের ম্যানেজার তো তুই ই।
যা,,, ওদের ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দে,,, আর কাউকে দিয়ে সাজা ওদের ।
আর হ্যা,,, ছেলেগুলোকেও যখন নিয়ে এনেছিস,,, বডিগার্ড করে রাখ। যাতে কোন মেয়ে না পালাতে পারে।
আমায় বিকেলেই ফ্লাইটে করে চলে জেতে হবে মুম্বাইয়ে। এতো বড়ো deal মিস্ করা যায় না ।"
Sk Sardar ওদের সেই ঘরে নিয়ে যায়,,, যেখানে বাকি সব মেয়ে থাকে ।
Sk Sardar চলে যাওয়ার পর একটা মেয়ে বলছিল--" তোমারও আমার মতন কপাল পেলে।
এখন মৃত্যু ছাড়া আর কি আছে । যন্ত্রণা পেতে পেতে, কাঁদতে কাঁদতে মর।
কিন্তু মৃত্যু তো চাইলেই আসে না । তাই অত্যাচার সহ্য কর।
মেয়ে হয়ে জন্ম নেওয়ার চেয়ে,,, পশুপাখি হয়ে জন্ম নিলে ভালো হতো ।
তারা,,,, অন্তত তাদের মেয়েদের সাথে এরম করেনা।
মেয়েরাই জন্ম দেয় সন্তানের,,,, আর মেয়েদেরকেই দেখতে পায় না । দুচোখের বিষ।
তাই বেচে দেওয়া হয় মেয়েদেরকে । বিলিয়ে দেওয়া হয়।"
দিশা--" সেদিন, এখন কেটে গেছে ।"
--" মানে?"
দিশা--" মানে আমি জার্নালিস্ট আর বাকি ৬ মেয়ে পুলিশ ।
আর একজন মেয়ে পুলিশ,,, ছেলেদের ও মারতে পারে ।
তোমাদের আজ নিয়ে যাওয়া হবে এক একজনের ঘরে । তোমাদের হাতে silencer gun দিয়ে দেওয়া হবে । এমন ভাবে রাখবে যাতে না বুঝতে পারে ।
কাছে এলেই shoot করে দেবে ।
কিন্তু তুমি যদি গল্প করতে যাও,,,, ও তোমার silencer gun হাত থেকে ছিনিয়ে নিয়ে অত্যাচার করবে তোমায় । মেরে ফেলবে না তোমায় ।
তাই,,, মাথায় ঠেকিয়ে ই shoot করবে ।
বুঝতে পেরেছ??"
--" হ্যা ।"
দিশা--" shoot করার পরই বেরিয়ে জাওয়ার চেষ্টা কোরোনা,,, কারণ আরো তো শয়তান আছে ।
এই নাও,,,, এগুলো ছোট ছোট microphone ।
এর মাধ্যমে,,, আমাদের সাথে contact এ থাকতে পারবে।
কেউ যেন কিছু না জানতে পারে,,, তার চেষ্টা করবে।
আমরা এখানে নাটক করবো । আর লোকগুলোর ঘরে ঢুকবই ।

