বই আর ইন্টারনেট
বই আর ইন্টারনেট
১ নং বই --" দেখছিস,,,, কিভাবে আমাদের আটকে রেখেছে। পরিষ্কারও করেনা লাইব্রেরিটা,,, আর আমরাও ধুলো, ময়লায়,,, নোঙরা হয়ে যাচ্ছি।
বুড়ো হয়ে গেলাম । এখন আর আমাদেরকে কেউ ভালোবাসা তো দুরের কথা...... পাত্তাও দেয়না আর।"
২ নং - " দুঃখ করে আর কি করবি???? এখন আর কেউ আমাদের পড়ে ও না। অতো ভাবছিস কি?? কান্না থামা।"
১ নং বই- " কিন্তু এতো সেল্ফিশ?? "
২ নং বই - "হ্যা এরমই হয়ে গেছে । বইয়ের কোন মর্যাদা ও নেই ওদের কাছে।
যবে থেকে ইন্টারনেট টা এসেছে...... তারপর আমাদের এই দুরবস্থা করে দিয়েছে । হারামজাদা ।"
ইন্টারনেট -- " বাবা..... গালাগালি দিয়ে তো শেষ করে দিচ্ছিস ।"
বই -- " লজ্জা করছে না তোর?? কোন মুখে কথা বলছিস?? আমাদের জায়গাই নিয়ে নিয়েছিস ।"
ইন্টারনেট-- " জায়গা কোথায় নিয়েছি?? আমার মাধ্যমে মানুষ details টা একটু শর্টে পড়তে পারে। কতো সাহায্য হলো ।"
বই-- " শর্টে পড়ে কি ভালোভাবে শেখা যায় । ওই একটুখানি ।"
ইন্টারনেট-- " উফ! তোরা না সত্যি কি।
আমি না এলে পৃথিবীর সবকিছু জানতে পাড়ত মানুষ?? সেই তোদের মধ্যে যেটুকু আছে.. ওইটুকুই জানত ।
বায়রে কখন কি হচ্ছে সব জানতে পারে এখন ।"
বই -- " হমম্.... তোর জন্যই তো সবাই ফেসবুক, ওয়াটস্যাপে থাকে । ওখানেই,, একে অপরের সাথে কথা বলে । ফোনে কথা বলে না ।"
ইন্টারনেট-- " হমম্..... কিন্তু আমি না থাকলে কি কেউ IT ইঞ্জিনিয়ার হতে পারতো??
আমি আছি বলেই বিদেশের কম্পানির সাথে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ করতে পারছে ।
এখন কতো উঁচুতে উঠেছে বলোতো দেশটা ।
কতো মানুষ এখন চাকরি করে। এমনকি মেয়েরাও চাকরি করে ।
এখন কম্পিউটারের মাধ্যমেই চাকরি চলে।
অফিসে গেলেই বোঝা যাবে.... কম্পিউটার নিয়ে সবাই বসে কাজ করছে ।
তা আমি না থাকলে মানুষ কম্পিউটারে এতো এগোত??
এখন দেখছিস না....ওয়ার্ক ফ্রম হোমে....., সবাই ল্যাপটপ নিয়ে সারাক্ষণ কাজ করে । আমি আছি বলেই সম্ভব হচ্ছে।"
বই-- " যতই হোক না কেন.....স্কুল, কলেজ লাইফে আমাকেও পড়তে হয় । আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই লাইফে।"
ইন্টারনেট-- " আরে হ্যা,,, এটাই তো সত্যি, তুই আমি দুজনেই ইম্পরট্যান্ট ।
তুই কলেজ অব্দি,, আর চাকরির সময় থেকে আমি।
চাকরি করার পর মানুষের সম্ভব হয়না তোদের আর পড়ার ।
প্রায় ১০ ঘন্টা ধরে সবাইকে কাজ করতে হয় । এতো কঠিন চাকরি ।"
বই-- " ও তাই?? সত্যি কথা,, কি করে পড়বে । আমাদেরও কোয়াপরেট করা উচিত বল?
হমম্,,,, ঠিকই। রাগলে চলবে না। "
ইন্টারনেট-- " চল বন্ধু হয়ে থাকি। "
বই-- " হমম্ এবার থেকে বন্ধুত্ব করেনি ।" ।

