STORYMIRROR

Bachhu Ghosh

Abstract

2  

Bachhu Ghosh

Abstract

বড়দিন বিশেষ

বড়দিন বিশেষ

1 min
84


প্রশ্ন:- ঈশ্বর কে?

খ্রিস্টান:- যীশু।

প্রশ্ন:- ঈসা কি মরিয়মের পুত্র?

খ্রিস্টান: হ্যাঁ।

প্রশ্ন:- তাহলে মরিয়ম কে তৈরি করলেন?

খ্রিস্টান:- ঈশ্বর সৃষ্টি করেছেন।

প্রশ্ন:- ঠিক আছে, তাহলে ঈশ্বর কে?

খ্রিস্টান:- যীশু।

প্রশ্ন:- যীশু কি জন্মগ্রহণ করেছিলেন?

খ্রিস্টান: হ্যাঁ, এটা ঘটেছে.

প্রশ্ন:- তাহলে যীশুর পিতা কে?

খ্রিস্টান:- যীশুর পিতা হলেন ঈশ্বর।

প্রশ্ন:- তাহলে ঈশ্বর কে?

খ্রিস্টান:- যীশু।

প্রশ্ন:- যীশু কি ঈশ্বরের দাস?

খ্রিস্টান:- হ্যাঁ তাই।

প্রশ্ন:- যীশু কি ক্রুশে মারা গিয়েছিলেন?

খ্রিস্টান: হ্যাঁ, সে মারা গিয়েছিল।

প্রশ্ন:- কে যীশুকে পুনরুজ্জীবিত করেছিলেন?

খ্রিস্টান:- ঈশ্বর করেছেন।

প্রশ্ন:- যীশু কি একজন বার্তাবাহক (বার্তাবাহক) ছিলেন?

খ্রিস্টান: হ্যাঁ, তারা ছিল.

প্রশ্ন:- তাহলে কে তাদের পৃথিবীতে পাঠিয়েছে?

খ্রিস্টান:- ঈশ্বর পাঠিয়েছেন।

প্রশ্ন:- তাহলে ঈশ্বর কে?

খ্রিস্টান:- যীশু।

প্রশ্ন:- যীশু কি পৃথিবীতে কারো উপাসনা করেছিলেন?

খ্রিস্টান: হ্যাঁ।

প্রশ্ন:- কার পূজা করা হতো?

খ্রিস্টান :- ঈশ্বরের।

প্রশ্ন:- তাহলে ঈশ্বর কে?

খ্রিস্টান:- যীশু।

প্রশ্ন:- ঈশ্বরের কি কোনো শুরু আছে?

খ্রিস্টান:- না।

প্রশ্ন:- তাহলে ২৫ ডিসেম্বর কার জন্ম হয়েছিল?

খ্রিস্টান :- যীশুর জন্ম হয়েছিল।

প্রশ্ন:- যীশুই কি একমাত্র ঈশ্বর?

খ্রিস্টান:- হ্যাঁ, যীশুই ঈশ্বর।

প্রশ্ন:- ঈশ্বর কোথায়?

খ্রিস্টান:- স্বর্গে আছে।

প্রশ্ন:- স্বর্গে কতজন ঈশ্বর আছেন?

খ্রিস্টান:- একমাত্র ঈশ্বর আছেন।

প্রশ্ন:- যীশু কোথায়?

খ্রিস্টান:- সে তার পিতার (ঈশ্বর) ডান পাশে বসে আছে।

প্রশ্ন:- তাহলে স্বর্গে কতজন ঈশ্বর আছেন?

খ্রিস্টান:- একমাত্র ঈশ্বর আছেন।

প্রশ্ন:- কয়টি চেয়ার আছে?

খ্রিস্টান:- একটি মাত্র চেয়ার আছে।

প্রশ্ন:- যীশু কোথায়?

খ্রিস্টান:- সে ঈশ্বরের কাছে বসে আছে।

প্রশ্ন:- তাহলে তারা দুজন একই চেয়ারে বসবে কিভাবে?

খ্রিস্টান:- ঈশ্বর নিয়ে এত প্রশ্ন? শয়তান তোমাকে পথভ্রষ্ট করেছে।

শুধুমাত্র শয়তান ঈশ্বর সম্পর্কে এত ভুল চিন্তা করতে পারে. আপনি শয়তানের জালে আটকা পড়েছেন।


Rate this content
Log in

Similar bengali story from Abstract