টেপা ও টেপা
টেপা ও টেপা
একটা জঙ্গলে দুজন স্বামী স্ত্রী বাস করত একজন নাম ছিল টেপা। আর একজনের নাম ছিল টেপি দুজনে ভালোভাবে সংসার করেছিল একদিন হঠাৎ টেপা মনে মনে ভাবল এই বর্ষার দিনে পিঠে খেতে কেমন লাগবে তাই ভেবে তার স্ত্রীকে বলল চল না আজকে পিঠে বানায়।
তার স্ত্রী টেপি বলল তোর পিঠে তো বানাবে তা পিঠে বানাবার জন্য অনেক কিছু তো লাগবে সেগুলো আনতে হবে।
টেপা বললো ঠিক আছে নিয়ে আসবো। বাজার থেকে কি কি লাগবে তুমি আমাকে বলে দাও।
টেপি বলল আটা লাগবে,গুরু লাগবে, চিনি লাগবে, তারপরে নারকেল লাগবে। তিল লাগবে, এগুলো সব তুমি বাজার থেকে নিয়ে এসো, তারপরে আমরা পিঠে বানাবো আর, হ্যাঁ চাল গুড়ি অবশ্যই আনবে কিন্তু।
তারপরে টেপা চলল বাজারের দিকে তার বাড়ি থেকে বাজারের দিকে যেতে হলে সেই জঙ্গল পার হয়ে যেতে হবে। সে জঙ্গলটা প্রচুর গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা গেছে।
চলল টেপা রাস্তার দিকে কিছু ,দূর যেতে তার মধ্যে একটা বড় বাঘ এসে ট্যাপার সামনে এসে দাড়াইছে, বাঘ, বলছে টেপা তোকে আজ আমি খাব। টেপা বাঘ দেখে ভয়ে থতমতো খেয়ে গেছে , এত বড় বাঘ,সামনে কি করবে ভেবে পাচ্ছে না। তখন ট্যাপা একটা মনে মনে বুদ্ধি করল।
বাঘ মশাই আমাকে খাবেন না আমি আপনাকে আজকে একটা নতুন জিনিস খেতে দেব। আপনি আমার বাড়ি সন্ধ্যার সময় আসবেন। আপনাকে নতুন ভালো ভালো পিঠে বানিয়ে খাওয়াবো।
বাঘ ভাব লো পিঠে আবার কি? আমি তো কোনদিন খাইনি। রোজই না হলে মাংস খায়। আজ না হয় পিঠে খেয়ে দেখব কেমন লাগে।
বাঘ বলল ঠিক আছে তুমি যদি আমাকে ভালো ভালো পিঠে খাওয়াতে পারো তাহলে আমি তোমাকে খাব না।
টেপা মনে মনে খুব আনন্দ পেল। বলল যাক আমার বুদ্ধি আজ কাজে দিয়েছে।
চলল সে এবার বাজারের দিকে বাজার থেকে কিনে আনলো সব মালপত্র।
এনে তার স্ত্রীকে দিল আর বলল, চলো এবার পিঠে বানায় তার স্ত্রী পিঠে বানাতে শুরু করল। ওর স্ত্রী পিঠে বানায় আর ও দিক থেকে খেতে শুরু করে।
দুজন মিলে পিঠে খেয়ে খেয়ে প্রায় শেষের দিকে তখন টেপা মনে পড়ে যায় , বাঘকে বলেছিল পিঠে খাওয়াবে।
তার স্ত্রীকে সব কথা বলে যে বাঘের সঙ্গে কি কথা হয়েছিল তার,
তার স্ত্রী খুব চিন্তায় পড়ে যায় বলে এবার কি করবো?
টেপা একটা বুদ্ধি মনে মনে বার করল বলল আমি যা বলছি তাই কর।
বাকি যা অবশিষ্ট ছিল তা দিয়ে চারটা পিঠ ে বানানো হলো তারপর সেগুলোকে ভালো করে সাজিয়ে রাখলো। আর বাকি পিঠাগুলোতে একটা বানালো গোবর দিয়ে, আর একটা ভাঙ্গা কাঁচ দিয়ে, আর একটা বানালো মাটি আর সুইচ দিয়া।
তারপরে তারা বাড়ির মধ্যে বড় একটা হাঁড়ির মধ্যে লুকিয়ে পড়ল। তারপরে বাঘ এলো তাদের বাড়িতে নিয়ে বাড়ির সামনে এসে ডাক,,,,,, দিল কইরে--- টেপাটেপি বাড়িতে আছি""""""" না কোথায় চলে গেলি ভয়ে""""" আমি এসেছি। কোথায় তোরা????
ট্যাপা আর টেপি ভয়ে তারা সেই লুকিয়ে থাকলো। বাঘ রেগে গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল সামনে দেখলো পিঠে রাখা আছে। ভালো ভালো পিঠাগুলো খেলো মনে মনে ভাবল বেশ ভালো পিঠে বানিয়েছে তারপরে যখন গোবরের পিঠেটা খেয়েছে বাঘ মুখ গোবরে ভরে গেল। বাঘ রেগে গেল , আবার যখন অন্য একটা পিঠে খাবে মুখে ভরেছে বাঘের মুখ কেটে গেল, ভাঙা কাঁচ দিয়ে তৈরি ছিল তাই , আর একটা পিঠে খেতে যাবে যেমন মুখে ভরে যায় ছুচ দিয়ে তৈরি ছিল তাই পুরো মুখটা ফুটো হয়ে গেল।
বাঘ চিৎকার করতে করতে জঙ্গলের দিকে ছুটে পালিয়ে গেল । বাঘের উচিত শিক্ষা দিল বুদ্ধি দিয়ে।
টেপা আর টিপি বার হয়ে আনন্দে নাচতে লাগলো।।।।
