STORYMIRROR

Uttamkr Das

Abstract Classics Inspirational

3  

Uttamkr Das

Abstract Classics Inspirational

যাচাই

যাচাই

1 min
1.9K


আজ ও  সকলের শত্রু

দোষ ছিল একটাই ও মুখের উপর সত্যি কথা বলে

একটা উলঙ্গ সত্যি!


অষ্টমীতে ওর পিরিওড হয়েছিল

সত্যি ছিল অঞ্জলি টা

কিন্তু ওকে মণ্ডপে উঠতে দেওয়া হয়নি।


ও যদি একটা নির্মম মিথ্যে হত

সমস্যা ছিল না সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে

সহজেই শাক দিয়ে ঢেকে নিতে নিজেকে।


চম্পা সেদিন মেয়ে কে বলেছিল কাপড়টা সামলে রাখিস- কেউ ডাকলে আর কাছে যাবি না

এই সময়টা না:::::

              মেয়েটা সেদিন লজ্জায় ছুটে      ‌   পালিয়ে ছিল !


একটা উলঙ্গ সত্যি বড্ড খোঁচা দেয়

সব লুকোনো পাপ গুলো খুজে বের 

করে একটা একটা করে।


সত্যি কিছুতেই মুখ বন্ধ করে না।


ফুটপাতের ধারে হিসির গন্ধ বড্ড ঝাঁঝালো

হলদে স্যাঁৎলা পড়ে থাকা ফেনায় সত্যি গুলো 

ঘুরে বেড়ায় জীবাণুর বেশে।


আমরা এড়িয়ে যাই।


সত্যি কাব্য সাহিত্যে সুন্দর

সাহিত্য সত্য-সুন্দরের প্রতিরূপ


কিন্তু বাস্তবে নগ্ন বিবস্ত্র ধারালো অস্ত্রের মতো

সত্যি গুলো বারবার কাটতে থাকে মজ্জাগত ধমনীকে।


সমস্ত সত্যি গুলো মুখ ভরে থুথু ছুঁড়ে দেয়

থুথুর রং বে রঙের দাগ গুলো সত্যকে

চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।


লুকোচুরি খেলতে গিয়ে চাঁদু 

রেবার স্পঞ্জের ব্যাগটা টিপে ধরে ছিল এক বার-

রেবা ও দ্বিতীয়বার অপেক্ষায় ছিল

এরপর রেবা একদিন সাপ খেয়েছে

কিন্তু মিথ্যে বলেনি

তাই এখন ওর বাস সোনাগাছিতে

ও আজ বেছে বেছে সাপ খায়।


সত্যি গুলো বড্ড যন্ত্রণা দেয় 

সত্যি গুলো বড্ড জ্বালায়

সত্যি গুলো বড্ড একঘেয়ে

সত্যি গুলো বড্ড মলিন


তাই আজ মিথ্যের মোহে অনাগত প্রাচুর্যে

মন ছোঁয়ার আগেই শরীরটা কাছে চলে আসে।


প্রেম পাকার আগেই আমরা পেকে বসে আছি।


তাই আজ সত্যি মিথ্যে মিলেমিশে একটু এডজাস্টমেন্ট;

এইভাবে দুমড়ে-মুচড়ে সবটাই নেড়ি কুত্তার লেজ হয়ে গেছে!


তাই এটা প্রবাদই থাক---- সদা সত্য কথা বলিব!

আমরা বরঞ্চ সদা মিথ্যে কথাই বলি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract