দৃশ্যপট
দৃশ্যপট
ফ্ল্যাশব্যাক এর আগে; নাটকের দৃশ্যপট এক প্রশস্ত মঞ্চে; ত্রিবিধ ঐক্য উপেক্ষিত।
জীবনের গতি রোধ করা, এক অপার্থিব পথে যৌন উন্মত্ততা; এক হতাশাগ্রস্ত জীবনের প্রতিচ্ছবি!
পঞ্চ সন্ধিযুক্ত নাট্য রসে - কাহিনী পার্থিব দৃশ্য অভিনয় এর আগে। জীবনের চাওয়া পাওয়াকে দূরে সরিয়ে দিয়ে; আসন্ন সান্নিধ্যে এক হতাশাগ্রস্ত জীবনের প্রতিচ্ছবি;
জীবনের করিডোরে শূন্যতা।
সামাজিক, রাজনৈতিক সংঘাতে ,আদর্শগত দ্বন্দ্বে, চরিত্রগুলি জর্জরিত! সংলাপে মিথ্যাচার-
জীবনের প্রেক্ষাপটে।
প্রবৃত্তির সঙ্গে বুদ্ধির স্বাতন্ত্র সম্পর্কিত ইচ্ছাকে পূর্ণ করতে জীবনের যবনিকা শেষ করে- নাটকের বিষয়গত ব্যঞ্জনায় অতি নাটকীয়তা।
আবেগের অতিরঞ্জন; নাট্য শ্লেষ ব্যঞ্জনায় তবুও
চরিত্রের মিথ্যাচার।
প্রাপ্ত মিলনের সুখ অনুভূতির পাথরে
অবস; হৃদয়ের রক্তক্ষরণ এ গোলাপি উচ্ছ্বাস;
এর মাঝে তুমি বলো - " আমাকে ভালোবেসে তুমি আমার সঙ্গী হবে"।
আসন্ন সান্নিধ্যে এক যৌন সম্মিলন! ঠোঁটে ঠোঁট ছুঁয়ে; অর্ধ নগ্ন শরীরে আবেগি চুম্বন; অভিনয় নৈপুণ্যে দর্শক মানস মূর্ত হয়ে ওঠে।
নাটকীয় ঘটনাবলীর কাঠামোতে এ এক অতি সংযুক্তি।
কিন্তু ফেরারি জীবনের ট্রান্সপোর্ট বন্ধ!
রাতের জোনাকি ঝিঁঝিঁ রা আসর জমিয়েছে।
বর্ষার উম্মত্ততা প্রেমে মিশে গেছে।
- মিলনের সুখ প্রচ্ছন্ন বৈপরীত্যে!
দ্বন্দ্ব-সংঘাতের বাইরে আর এক জীবনের ছবি!
সেখানে মিলনের সুখ ধর্ষণে; হুইস্কির বোতল এর ফেনা- চলমান জীবনের অভিনয়ে মিশে যায় উক্তি প্রযুক্তির বাইরে!
অন্ধকারের প্রতিচ্ছবির মধ্যে
কালগত ঐক্য বিশ্লেষণ!
তার মাঝে আমি একা----
নাট্য বৃত্তান্তে; পঞ্চসন্ধি খুঁজি!
