উন্মুখ বোধ
উন্মুখ বোধ




আমার অবাক লাগে
বুকের ভেতর
দুমড়িয়ে মুচড়িয়ে
যে কম্পন
মন নিঙড়িয়ে
যে জল
এখনও তোমারই জন্যে !
আমার আশ্চর্য্য
উন্মুখ বোধ
এখনও
তোমাকেই ভালবাসে
তোমাকেই ভাবে ।
আমার অবাক লাগে
বুকের ভেতর
দুমড়িয়ে মুচড়িয়ে
যে কম্পন
মন নিঙড়িয়ে
যে জল
এখনও তোমারই জন্যে !
আমার আশ্চর্য্য
উন্মুখ বোধ
এখনও
তোমাকেই ভালবাসে
তোমাকেই ভাবে ।